জাতীয়

ট্রেনের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ২

By daily satkhira

September 02, 2018

অনলাইন ডেস্ক: চট্টগ্রামের মিরসরাই উপজেলার রেলক্রসিং এলাকায় ট্রেনের সঙ্গে বাসের ধাক্কায় দুই জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। রোববার (২ সেপ্টেম্বর) ভোর ৪টায় ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের সঙ্গে এস আলম পরিবহনের ওই যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। এ দুর্ঘটনায় প্রায় এক ঘণ্টার মত চট্টগ্রামের সাথে সারা দেশের রেল চলাচল বন্ধ ছিল। মিরসরাই ফায়ার সার্ভিস ষ্টেশনের কর্মকর্তা রবিউল আজম জানান, দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে হতাহতদের উদ্ধার তৎপরতা শুরু করি। ঘটনাস্থলে একজন নিহত হন এবং আরেকজন বাস যাত্রী হাসপাতালে মারা গেছে। দুইজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন- সুনির্মল চাকমা (৫৫) সাং খাগড়াছড়ি আরেকজনের পরিচয় এখনো পাওয়া যায়নি। এ ঘটনায় মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার এসআই মোক্তার হোসেন জানান, ঢাকা থেকে খাগড়াছড়িগামী এস আলম পরিবহনের একটি যাত্রীবাহী বাস বারইয়ারহাট রেলক্রসিং পার হচ্ছিল। এ সময় ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ‘বিজয় এক্সপ্রেস’ ট্রেনটি ওই বাসে ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই দুই যাত্রীর মৃত্যু হয়। এসআই মোক্তার হোসেন আরও জানান, এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় মুস্তাননগর হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। দুর্ঘটনার পর ওই রেললাইনটিতে ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে বাসটি সরানো হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলেও জানান তিনি।