বিনোদন

জন্মাষ্টমীতে মাহবুবুল এ খালিদের গান

By daily satkhira

September 02, 2018

বিনোদনের খবর: আজ শুভ জন্মাষ্টমী। হিন্দুধর্মাবলম্বীদের এই ধর্মীয় উৎসব উপলক্ষে শ্রীকৃষ্ণের গুণকীর্তনে লেখা হয়েছে অনেক গান। তার মধ্যে অন্যতম এ প্রজন্মের কবি, গীতিকার ও সুরকার মাহবুবুল এ খালিদ-এর ‘কৃষ্ণ’ শিরোনামের গান। যাতে সুর দিয়েছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। আর গেয়েছেন নন্দিত কণ্ঠশিল্পী সুবীর নন্দী। দুষ্টের দমন আর শিষ্টের লালনে যুগে যুগে পৃথিবীতে অবতীর্ণ হন কৃষ্ণ। স্বর্গ ছেড়ে মর্তে এসে তিনি ন্যায়ের শাসন প্রতিষ্ঠা ও ধর্ম রক্ষা করেন। তিনি প্রেমিক, তিনি শাসক, তিনি মহাজ্ঞানী। গানটির মাধ্যমে এভাবেই শ্রীকৃষ্ণের গুণকীর্তন করা হয়েছে। মাহবুবুল এ খালিদের লেখা ‘কৃষ্ণ’ শিরোনামের গানটি তার নিজস্ব ওয়েবসাইট www.khalidsangeet.com-এ প্রকাশিত হয়েছে। একই সঙ্গে গানটির একটি লিরিক্যাল ভিডিও ইউটিউবের ‘খালিদ সংগীত’ চ্যানেলে ছাড়া হয়েছে।