সাতক্ষীরা

সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

By daily satkhira

December 09, 2016

নিজস্ব প্রতিবেদক : ‘আসুন, দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ হই।’ এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। শুক্রবার সকালে সাতক্ষীরা নিউ মার্কেটস্থ শহিদ আলাউদ্দিন চত্বরে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে একটি মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন কর্মসূচিতে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ড. এম মতিউর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও দন্ত চিকিৎসক ডাঃ আবুল কালাম বাবলা, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি প্রফেসর শেখ আব্দুল ওয়াদুদ, মুর্শিদা আক্তার, সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন আহমেদ, কার্যকরি সদস্য অধ্যাপক মোজাম্মেল হোসেন, মো. আব্দুর রব ওয়ার্ছী প্রমুখ। বক্তারা বলেন, ‘দুর্নীতি শুধু আমাদের দেশে নয়! সমগ্র বিশ্বে দুর্নীতি ছড়িয়ে পড়েছে। দুর্নীতি প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়গুলোর অন্যতম হচ্ছে জনগণের মধ্যে নৈতিকতা বোধ জাগিয়ে তোলা। দুর্নীতি রোধ করতে হলে সমাজের সকলকে সচেতন হতে হবে।’ এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সিটি কলেজের সহকারী অধ্যাপক জিএম শফিউল আলম, আহ্ছানিয়া মিশন মাদ্রাসার শিক্ষক সাইফুল আলম ছিদ্দিকী, মো. আব্দুল আজিজ, ইব্রহিম খলিল, সাইফুল ইসলামসহ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন অধ্যাপক মোজাম্মেল হোসেন।