বিদেশের খবর: পাকিস্তানের ইতিহাসে এই প্রথম কোনো নারীকে প্রধান বিচারপতি পদে নিয়োগ দেয়া হয়েছে।এই নারীর নাম সাইয়েদা তাহিরা সাফদার।পাকিস্তানের বেলুচিস্তান হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে তাঁকে। গতকাল শনিবার তিনি আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন।
জানা গেছে, বেলুচিস্তানের গভর্নর মুহাম্মাদ খান আচাকজাই প্রাদেশিক রাজধানী কোয়েটার গভর্নর ভবনে বিচারপতি তাহিরার শপথ পড়ান। শপথ অনুষ্ঠানে সিনিয়র বিচারক ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিচারপতি সাফদার তাহিরা বেলুচিস্তান হাইকোর্টের ১৮ তম প্রধান বিচারপতি হলেন।সাফদার তাহিরাই ছিলেন বেলুচিস্তান প্রদেশের প্রথম সিভিল জজ।পরবর্তীতে তিনি বেলুচিস্তান হাইকোর্টের বিচারপতি নিযুক্ত হন।