কালিগঞ্জ ব্যুরো: কালিগঞ্জে আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা অডিটোরিয়ামে মহিলা বিষয়ক অধিদপ্তর ও মাও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে শ্রেষ্ঠ ৫ জন জয়িতাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) শিমুল কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মাঈন উদ্দিন হাসান। কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুশীলনের উপ-পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান পল্টু, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সোহরাওয়ার্দী পার্ক কমিটির সদস্য সচিব এ্যাডঃ জাফরুল্লাহ ইব্রাহীম, লেডিস ক্লাবের সম্পাদিকা ইলাদেবী মল্লিক, সাফল্য অর্জনকারী নারী জেবুন্নাহার খাতুন প্রমুখ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম আহম্মাদ উল্যাহ বাচ্ছু, নির্বাহী সদস্য আবু হাবিব, সাংবাদিক আরাফাত আলী ও আব্দুল্লাহ আল-মামুন, নলতা হাসপাতাল হেল্থ ফাউন্ডেশনের সুপার ভাইজার আকবর আলী খান টিপু. বে-সরকারি উন্নয়ন সংস্থা প্রেরণার নির্বাহী পরিচালক সম্পা গোম্বামী। অনুষ্ঠানে ২০১৬ সালে উপজেলায় ৫ জন শ্রেষ্ঠ জয়িতাকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। তারা হলেন দক্ষিণশ্রীপুর ইউনিয়নে অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী জয়িতা জেবুন্নাহার খাতুন, মথুরেশপুর ইউনিয়নে শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জকারী জয়িতা রাবেয়া খাতুন, মৌতলা ইউনিয়নে সাফল্য অর্জনকারী জননী জয়িতা জহুরা খাতুন, ধলবাড়িয়া ইউনিয়নে নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যামে জীবন পরিচালনা করেছেন যে জয়িতা যমুনা বসাক এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন জয়িতা আমেনা খাতুন। অনুষ্ঠানটির সার্বিক তত্বাবধায়নের ছিলেন উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সুপার ভাইজার জয়দেব দত্ত। এসময় উপজেলার বিভিন্ন নারী সংগঠন, এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও সুধিবৃন্দ উপস্থিত ছিলেন।