আশাশুনি

আশাশুনিতে রোকেয়া দিবস ও নারী নির্যাতন প্রতিরোধ পালিত

By daily satkhira

December 09, 2016

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া দিবস এবং আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-১৬ উপলক্ষে আলোচনা সভা,জয়িতাদের সম্মাননা ও চেক বিতরণ করা হয়েছে। গতকাল সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় উক্ত দিবস পালন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানার সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরার উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএমডি মোস্তাকিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, আশাশুনি প্রেসক্লাব উপদেষ্টা একেএম এমদাদুল হক,উপজেলা চেয়ারম্যান পতিœ রুপি সালমা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন প্রধান শিক্ষিকা কামরুন্নাহার কচি, প্রাক্তন শিক্ষক চিত্তরঞ্জন ঘোষ,পাথেয় সংস্থার পরিচালক পারভীন সুলতানা লিপি, প্রশিক্ষক শারমিন সুলতানা, সাংবাদিক মোস্তাফিজুর রহমান, বাহবুল হাসনাইন, জয়িতা জোহরা খাতুন প্রমুখ। অনুষ্ঠানে ৫জন জয়িতাকে স্মৃতিরানী সরদার (অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী) জোহরা খাতুন (শিক্ষার উপরে) করুনা রানী (সফল জননী) শ্বাশতী রানী সরকার (সমাজ উন্নয়ন) তাছলিমা খাতুন (নির্যাতনের বিভিশিখা মুছে ফেলে নতুনভাবে জীবন শুরু) কে ক্রেস্ট ও সম্মাননা সনদ প্রদান করা হয় এবং মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে প্রশিক্ষণ প্রাপ্ত ৫২জন মহিলাকে ৫লক্ষ ৫৩ হাজার টাকার ঋনের চেক বিতরণ করা হয়।  অনুষ্ঠানে বক্তারা বেগম রোকেয়ার জীবনি থেকে শিক্ষা নিয়ে বাস্তব জীবনে কাজে লাগানোর আহবান জানান।