নিজস্ব প্রতিবেদক: মোহনপুরে পুলিশের উপর হামলার ঘটনায় ৩৬ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে। শুক্রবার দুপুরে সদর উপজেলার মোহনপুর থেকে তাদের দুইজনকে গ্রেফতার করা হয়। এর আগে বৃহস্পতিবার রাতে সাতক্ষীরা সদর থানায় এসআই মোমরেজ বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। গেফতারকৃতরা হলেন, সদর উপজেলার মোহনপুর গ্রামের আব্দুর রউফ সরদারের ছেলে জাহিদ হাসান ও ইসমাইল হোসেনের ছেলে ইমরান হোসেন। সাতক্ষীরা সদর থানার ওসি ফিরোজ হোসেন মোল্যা জানান, বৃহস্পতিবার বিকালে মাদক মামলার আসামি নাসির ও কুদ্দুসকে গ্রেফতারে সদর উপজেলার মোহনপুর এলাকায় সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযানে যান এসআই মোমরেজসহ সঙ্গীয় ফোর্স। এসময় মাদক ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে তিনিসহ পুলিশের অন্যান্য সদস্যদের উপর হামলা চালিয়ে আসামীরা পালিয়ে যায়। তিনি আরো জানান,এ ঘটনায় এসআই মোমরেজ বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩০জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। শুক্রবার দুপুরে পুলিশ অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত দুইজনকে গ্রেফতার করেছে।