তালা

পাটকেলঘাটায় জন্মাষ্টমী উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা

By Daily Satkhira

September 03, 2018

পাটকেলঘাটা ডেস্ক: ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উৎসবের মধ্যদিয়ে সারা দেশের ন্যায় পাটকেলঘাটার হিন্দু সম্প্রদায় জন্মাষ্টমী পালন করছে। হিন্দু পুরাণমতে, ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রী কৃষ্ণ জন্ম নেন। সনাতন ধর্মালম্বীদের বিশ্বাস, পাশবিক শক্তি যখন ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন সেই শক্তিকে দমন করে মানবজাতির কল্যাণ এবং ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিলো।আজ বাংলা ১৬ই ভাদ্র ১৪২৫, ইংরেজি ২রা সেপ্টেম্বর ২০১৮ রোজ রবিবার সকাল ১০টা ৫০ মিনিটে পাটকেলেশ্বরী তীর্থক্ষেত্র, পাটকেলঘাটা, সাতক্ষীরা থেকে লীলা পুরুষোত্তম পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণের ৫৩৪৪তম আবির্ভাব তিথি উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়। উক্ত শোভাযাত্রায় সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের এমপি এডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ, সাবেক এমপি ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, তালা উপজেলা পরিষদ এর চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার রবীন্দ্রনাথ দাস, তালা উপজেলা সহকারি ভুমি কমিশনার অনিমেষ বিশ্বাস, পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম রেজা, বাবু নারায়ণ মজুমদার, সরুলিয়া ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান, নগরঘাটা ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান কামরুজ্জামান লিপু, সরুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ্বাস আতিয়ার রহমান, পাটকেলঘাটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হাই, পাটকেলশ্বরী তীর্থক্ষেত্র উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক গোবিন্দ সাধূ, কোষাধ্যক্ষ হারান পাল, বীরেন্দ্র নাথ মহাতা, নর নারায়ন ঘোষ, সুশান্ত ঘোষ, দেবাশীষ মজুমদার,বিধান কাশ্যপী,সুজল নন্দী, সজয় পাল,মহাদেব চক্রবত্তী, মহানন্দ পাল ,আনন্দ দাশ প্রমুখ।এই সময় বিভিন্ন ব্যাক্তিবর্গসহ শিক্ষা প্রতিষ্ঠান ও মন্দির থেকে আগত শিক্ষার্থী ও কৃষ্ণভক্ত মন্ডলীরা মঙ্গল শোভা যাত্রা নিয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে মন্দির প্রঙ্গণে এসে মিলিত হয়।