তালা

তালায় শহীদ মুক্তিযোদ্ধা আলিম সাহিত্য সংসদের গাছ দখল

By daily satkhira

December 09, 2016

তালা প্রতিনিধি: তালা উপজেলার খেশরা ইউনিয়নের খেশরা গ্রামের কেডিএস মাধ্যমিক বালিকা বিদ্যালয় সংলগ্ন রাস্তায় শহীদ মুক্তিযোদ্ধা আলিম সাহিত্য সংসদ কর্তৃক লাগানো ২৬ টি মেহগনি গাছ ঘিরে নেয়ার পর কিছু গাছ কেটে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সরেজমিন পরিদর্শনে জানাযায়, অভিযুক্ত ব্যক্তি খেশরা গ্রামের কথিত যুদ্ধাপরাধী ইউছুফ সরদার ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে দেশদ্রোহীতার সাথে জড়িত ছিল। অন্যদিকে একজন শহীদ মুক্তিযোদ্ধার নামে প্রতিষ্ঠিত সাহিত্য ও সমাজকল্যানমূলক সংগঠন ‘আলিম সাহিত্য সংসদের’ প্রধান স্বাধীনতাবিরোধী শক্তির এহেন কাযকলাপের বিষয় জানতে চাইলে তিনি বলেন, গাছগুলো তিনি ঘিরে দিয়েছেন এবং কিছু গাছ কে বা করা কেটে নিয়ে গেছে তা আমার জানা নেই। এ বিষয়ে গত এক সপ্তাহ আগে আলিম সাহিত্য সংসদের সভাপতি শেখ আবুল কালামের সাথে কথা হলে তিনি কথিত রাজাকার ইউছুপ সরদারের সাথে কথা বলবেন, বলে জানান। আলিম সাহিত্য সংসদ সূত্রে জানাযায়, রাস্তার পার্শ্ববর্তী জমি ইউছুপ সরদার দীর্ঘদিন যাবৎ ডিসিআর মুলে দখলে রেখেছেন। অথচ, তিনি এলাকার বিত্তশালীদের অন্যতম। সরকারি বিধি মোতাবেক খাঁস জমি ভূমিহীনদেরই বন্দোবস্ত দেয়ার কথা। কিভাবে তিনি এ বন্দোবস্ত পেয়েছেন, তা জানতে অত্র ইউনিয়নের ইউনিয়ন সহকরী ভূমি কর্মকর্তা অসীম কুমারের কাছে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন ধরেননি। ‘আলিম সাহিত্য সংসদ’ ও এলাকাবাসীর প্রশ্ন, কি কারনে তিনি এ গাছ ঘিরে নিয়েছেন? কোন আইনের বলে রাস্তার উপরে ঘেরা দেয়া যায়? বিষয়টি সমাধানের জন্য এলাকাবাসী ও শহীদ মুক্তিযোদ্ধা আলিম সাহিত্য সংসদের সদস্যরা সংশি¬ষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেছেন ।