খেলার খবর: অবশেষে জয়ের দেখা পেল ম্যানচেস্টার ইউনাইটেড। প্রথম ম্যাচে জয়ের পর টানা দুই ম্যাচে হারে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন ম্যানইউ কোচ হোসে মরিনহো। চাপ নিয়েই রবিবার বার্নলির মাঠে খেলতে যায় ম্যানইউ। তবে চাপকে জয় করে ২-০ ব্যবধানে বার্নলিকে হারিয়েছে রেড ডেভিলসরা। এদিন ম্যাচের ২৭ মিনিটেই এগিয়ে যায় ম্যানইউ। এ সময় আলেক্সিস সানচেজের ক্রসে হেড দিয়ে বল জালে পাঠান লুকাকু। এরপর ৪৪ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন। তাতে ২-০ ব্যবধানের লিড নিয়েই বিরতিতে যায় হোসে মরিনহোর শিষ্যরা। বিরতির পর ম্যাচের ৭১ মিনিটে বার্নলির রক্ষণভাগের খেলোয়াড় ফিল বার্ডলেকে মাথা দিয়ে ঢুস দিয়ে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ম্যানইউর স্ট্রাইকার মার্কাস রাশফোর্ড। এরপর বাকি সময় দশজন নিয়েই খেলে তারা। এই সময়ে অবশ্য আর কোনো গোল করতে পারেনি মরিনহোর শিষ্যরা।