খেলার খবর: বিরাট কোহলির খেলার ওপর নির্ভর করে ভারতের জয় পরাজয়। সাউদাম্পটনে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে সেটা আবার প্রমাণিত হল। ২৪৫ রানের লক্ষ্যের সামনে ভারতের ব্যাটিং লাইনআপ অসহায় আত্মসমপর্ণ করেছে। ৬০ রানে হারিয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে ইংল্যান্ড। কোহলি আর রাহানে জুটি যতক্ষণ উইকেটে ছিল (১০১ রানের পার্টনারশিপ) তখনও একবারও মনে হয়নি ম্যাচ হারবে ভারত। যেই কোহলি ফিরিলেন ১৩০ বলে ৫৮ রান করে, তখনই তাসের ঘরের মতো ভেঙ্গে গেল ভারতের ইনিংস। কোহলি ছাড়া এই মুহূর্তে ভারতীয় ব্যটিং ভীষণ দুর্বল। অন্তত ইংল্যান্ডের মতো উইকেটে। যেখানে বলের বাউন্স আছে এবং সুইং করে। শিখর ধাওয়ান, কে এল রাহুল, চেতেশ্বর পূজারাকে খুব সাধারণ মনে হয়েছে। বিদেশের মাটিতে ভারতীয় ক্রিকেটের এই ছবি আমরা আগেও বহুবার দেখেছি। ভারতীয় ক্রিকেট বোর্ড একটা চেষ্টা করতে পারে। বিদেশের মাটিতে আরও বেশি সিরিজ যাতে হয় তার চেষ্টা করা। তাতে যদি অন্তত ধাওয়ান, রাহুলদের খেলার একটু উন্নতি হয়।