রাজনীতি

চেয়ারম্যান পদে নির্বাচিত হলে অবহেলিত এলাকার উন্নয়নে কাজ করবো – নজরুল ইসলাম

By daily satkhira

December 09, 2016

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ২৮ ডিসেম্বর জেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে বিভিন্ন উপজেলার ইউনিয়ন পরিষদের ভোটারদের সাথে মতবিনিময় করছেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলাম। শুক্রবার দিনব্যাপী কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নে থেকে ৪৬তম ইউনিয়নে গণসংযোগ ও মতবিনিময় করেন তিনি। এসময় তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর আর্দশ নিয়ে জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়তে আপনাদের সমর্থনে আমি চেয়ারম্যান প্রার্থী হয়েছি। আপনাদের ভালবাসা ও সমর্থন আমাকে যেভাবে অনুপ্রাণিত করেছে তাতে আমি মনে করি বঙ্গবন্ধুর আর্দশ নিয়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের হাতকে আরো শক্তিশালি করতে পারব। আমি জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হলে অবহেলিত এলাকার মানুষের ভাগ্যোন্নয়নের পাশাপাশি জেলার সকল স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ ও মন্দিরে উন্নয়নের ছোঁয়া পৌছে দেব।’ এসময় উপস্থিত ছিলেন  সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম শওকত হোসেন, সাধারণ সম্পাদক শাহাজান আলী, সংগঠনিক সম্পাদক গনেশ চন্দ্র মন্ডল, কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শেখ অহেদুজ্জামান, সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শেখ আব্দুর রশিদ, জেলা যুবলীগের আহবায়ক মো. আব্দুল মান্নান, ধুলিহর ইউনিয়নের চেয়ারম্যান মো. মিজানুর রহমান বাবু সানা, কুশুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান শেখ মেহেদী হাসান সুমন, মুথেরেশপুর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান গাইন, জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হুসাইন সুজন, সাধারণ সম্পাদক শেখ এহসান হাবিব অয়ন, যুবলীগ নেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক প্রমুখ।