বিনোদনের খবর: বলিউড তারকা হৃত্বিক রোশনের ছোটবেলায় তোতলামির সমস্যা ছিল। নিজেই চেষ্টার মধ্য দিয়ে সেই সমস্যা থেকে বেড়িয়ে এসেছেন বলিউডের এই সুপারস্টার। এমনটিই জানিয়েছেন তার বড় বোন সুনয়না। সুনয়না তার নিজের ব্লগে লিখেছেন, আমার জীবনের সেরা বন্ধু, আমার জীবনের সুবর্ণ অর্থ। আমি আজীবন তোমাকে ভালোবাসি। আমি সব সময় পাশে আছি, চিরকাল থাকব। হৃত্বিক বয়সে তার চেয়ে দুই বছর কম হতে পারেন কিন্তু সুনয়নার কাছে সব সময়ই ‘বড় ভাই’ হৃত্বিক। স্কুল জীবনের লাজুক কিশোর থেকে বড় হয়ে ওঠা, নিজের কথা বলার সমস্যা কাটিয়ে তোলা, একগুঁয়ে যৌবন অবস্থা সবই ধরা পড়েছে সুননয়ার ব্লগ পোস্টে। হৃত্বিক রোশন স্বাভাবিকভাবেই তার বোনের এই কাজে আপ্লুত। তিনি নিজের টুইটার অ্যাকাউন্টে সুনয়নার ব্লগ পোস্ট করেছেন এবং লিখেছেন, ‘আমার মিষ্টি বোন! আমাকে স্মৃতির পথ ধরে কোথায় নিয়ে চলে গেল। তোমাকে ভালোবাসি।’ সুনয়না আরও জানিয়েছেন, প্রথম প্রথম কথা বলতে সমস্যা হতো হৃত্বিকের। কথা বলতে গেলে আটকে যেত। ‘তোতলামির সমস্যাটা কমাতে ও যথেষ্ট লড়াই করেছে নিজের সঙ্গে। ওর ১৩ বছর বয়স পর্যন্ত দেখতাম ও বসে বসে ঘণ্টার পর ঘণ্টা পড়ছে। সকাল বিকেল বাথরুমে বসেও পড়তে দেখেছি ওকে।’