আশাশুনি ব্যুরো: আশাশুনি থানা পুলিশের অভিযানে দেশীয় লোহার তৈরী রিভলবার ও ২ রাউন্ড রিভলবারের গুলিসহ রফিকুল ইসলাম ওরফে বুলি মেম্বরকে গ্রেফতার করা হয়েছে। আশাশুনি থানা সূত্রে জানাগেছ, আশাশুনি থানা পুলিশ কর্তৃক অবৈধ অস্ত্র-গুলি ও বিষ্ফোরকদ্রব্যাদী উদ্ধারের লক্ষ্যে আশাশুনি থানার সুযোগ্য অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ মনজুরুল হাসান, এএসআই মাহাবুব হাসান, এএসআই স্বরজিৎ বিশ্বাস সঙ্গীয় ফোর্স কুমারেশ মন্ডল এর সহায়তায় প্রতাপনগর ইউনিয়নেরর কুড়িকাহুনিয়া গ্রামের মৃত: আ: খালেক মোড়লের পুত্র ইউনিয়ন যুবদল সভাপতি মো: রফিকুল ইসলাম ওরফে বুলী মেম্বর (৪৫) কে আশাশুনি থানাধীন কুড়িকাহুনিয়া তালতলা বাজার থেকে রুইয়ার বিলে যাওয়ার রাস্তায় বাহাদুর হাওলাদারের পুকুরের সামনে ইটের সলিং এর উপর হতে ১টি দেশীয় লোহার তৈরি রিভলবার ও ০২ (দুই) রাউন্ড রিভলবারের গুলি সহ হাতেনাতে গ্রেফতার করা হয়। পরবর্তীতে উক্ত আসামীর বিরুদ্ধে অস্ত্র-আইনে আশাশুনি থানার মামলা নং-২(০৯)১৮ রুজু করা হয়। উক্ত আসামীর বিরুদ্ধে ইতিপূর্বে আশাশুনি থানা সহ দেশের বিভিন্ন থানায় নাশকতা ও অস্ত্র মামলা সহ বিভিন্ন ধারায় বেশ কয়েকটি মামলা রুজু আছে। অপরদিকে পৃথক অভিযানে এএসআই মাহাবুব হাসান সঙ্গীয় ফোর্স সহ এসসি-৭৩/১৬ (ওয়ারেন্ট) এর আসামী মোঃ মোক্তার মাসুম আবেদীন (মন্টু) সরদার, পিতা-মৃত ফজলু সরদার, গ্রাম-শ্রীউলা, থানা-আশাশুনি, জেলা-সাতক্ষীরাকে রবিবার রাত দেড় টায় সময় নিজ বাড়ী হইতে গ্রেফতার করা হয়। সোমবার সকালে আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।