সাতক্ষীরা

সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যানের সাথে শিক্ষকবৃন্দের মতবিনিময় সভা

By daily satkhira

September 03, 2018

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবুর সাথে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় পি.এন মাধ্যমিক বিদ্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ শিক্ষক সমিতি সদর উপজেলা শাখার সভাপতি মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান বাবু। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম। এসময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক আব্দুল লতিফ, আব্দুল জব্বার, মিজানুর রহমান, আমিনুর রহমান, মাগফুর রহমান, মোমিনুর রহমান, এজাজ, আবুল কাশেম, সহকারি শিক্ষক ঈদুজ্জামান ইদ্রীস, পল্টু বাশার, আ: হক, মনোরঞ্জন মন্ডল প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বিএম শামছুল হক। এসময় প্রধান অতিথি আসাদুজ্জামান বাবু বলেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। এ সরকারের আমলেই সবচেয়ে বেশি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করণ করা হয়েছে। শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর শিক্ষক-শিক্ষার্থীরা যে সকল সুযোগ সুবিধা পেয়েছে বিগত কোনো সরকারের আমলে এত সুযোগ সুবিধা পাইনি। বিশ্বের কোনো দেশেই বছরের প্রথমেই শিক্ষার্থীদের একমাত্র বাংলাদেশেই বছরের প্রথমে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়। আর এটা শেখ হাসিনা সরকারের কল্যানেই সম্ভব হয়েছে। শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর শিক্ষকদের বেতন কাঠামো দ্বিগুন করে দিয়েছে। দিয়েছে বহু সুযোগ সুবিধা। জাতীয় করণ করা হয়েছে বহু শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার্থীদের জন্য চালু করে দিয়েছে উপবৃত্তি যাতে করে দরিদ্র শিক্ষার্থীরা বিনা খরচে লেখাপড়া করতে পারে। তিনি আরো বলেন, আমরা আর ২০১৩ সালের সেই বয়াবহু পরিনতি দেখতে চাইনা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষুধা ও দারিদ্রমুক্ত সুখি সমৃদ্ধ সোনার বাংলা দেখতে চেয়েছিলেন। সেটা বাস্তবায়নের পথে। নিজ দেশের অর্থায়নে পদ্মা সেতু দৃশ্যমান। ডিজিটাল বাংলাদেশের কথা আমরা যখন প্রথম শুনতাম আমাদের কাছে স্বপ্নের মত মনে হত। সেটাও বাস্তবে রুপ দিয়েছে বর্তমান সরকার। তার প্রমাণ আমরা ঘরে বসে দেশে বিদেশের সব খবরাখবর পাই। ধর্মকে পুজি করে আর যাতে কেউ এদেশে অপতৎপরাতা চালাতে না পারে সেজন্য আমাদের সজাগ থাকতে হবে। রাস্তাঘাট, বিদ্যুৎ, স্বাস্থ্য সহ এমন কোনো সেক্টর নেই যেখানে বর্তমান সরকারের উন্নয়নের ছোয়া লাগেনি। আগামী মহান জাতিয় সংসদ নির্বাচনে আবারও নৌকা প্রতিক কে বিজয়ী করে শেখ হাসিনা সরকারকে আবারও এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আনার আহবান জানান তিনি।