খেলা

১২ বছর পর বর্ষসেরার চূড়ান্ত তিনে নেই মেসি

By Daily Satkhira

September 03, 2018

খেলার খবর: রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে তেমন কিছু করে দেখাতে পারেননি লিওনেল মেসি। আর এর খেসারতটা এবার হাড়ে হাড়ে দিতে হচ্ছে বার্সা ফরোয়ার্ডকে।বিস্ময়কর হলেও সত্যি, পাঁচবার ব্যালন ডি’অর জয়ী সেই মেসিই নেই ফিফা বর্ষ সেরা খেলোয়াড়ের সেরা তিনের তালিকায়।

২০০৬ সালের পর প্রথমবারের মতো ফিফা বর্ষসেরার চূড়ান্ত তিনে জায়গা হলো না মেসির। ফলে দীর্ঘ এক যুগ পর এই তারকা ফরোয়ার্ডকে সরিয়ে সেরা তিনে জায়গা করে নিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো, লুকা মদরিচ ও মোহাম্মদ সালাহ। এদের মধ্যে নিজেদের ফুটবল ক্যারিয়ারে প্রথমবারের মতো এই তালিকায় নাম উঠেছে মদরিচ ও সালাহর।

২০০৮ সাল থেকে ফিফা বর্ষসেরার এই পুরস্কারটি মেসি ও রোনালদোর মধ্যেই সীমাবদ্ধ ছিল। এবার পর্তুগিজ তারকা রোনালদো এই দৌড়ে থাকলেও ছিটকে গেছেন মেসি।

২০১৬ সালে ব্যালন ডি’অর থেকে আলাদা হয়ে এককভাবে পুরস্কার দেওয়া শুরু কর ফিফা। তারই ধারাবাহিকতায় ২০১৭ সালের ৩ জুন থেকে ২০১৮ সালের ১৫ জুলাই পর্যন্ত পারফরম্যান্সকে বিবেচনায় বর্ষসেরা খেলোয়াড়ের চূড়ান্ত তিন ফুটবলের নাম ঘোষণা করেছে ফিফা। সোমবার (৩ সেপ্টেম্বর) ঘোষিত এই তালিকার মধ্যে কোনো এক জনের হাতে উঠবে পুরস্কার। ২৪ সেপ্টেম্বর এই পুরস্কার সেই তারকার হাতে তুলে দেওয়া হবে।

কিছু দিন আগে উয়েফার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন মদরিচ। বিশ্বকাপে ক্রোয়েশিয়ার জার্সিতে কাটিয়েছেন ক্যারিয়ারের সেরা সময়। ক্রোয়েটদের প্রথমবার বিশ্বকাপ ফাইনাল খেলার পথে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে জিতে নিয়েছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ‘গোল্ডেন বল’-এর পুরস্কারও।

‘লস ব্লাঙ্কোদের’ টানা তিনটি চ্যাম্পিয়নস লিগ জয়ে একাই ১৫ গোল করেন রোনালদো। ক্লাব ফুটবলের পাশাপাশি বিশ্বকাপেও পর্তুগালের হয়ে মাঠ মাতিয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা। স্পেনের বিপক্ষে রাশিয়া বিশ্বকাপে আছে হ্যাটট্রিকও। ফিফা বর্ষসেরার গত দুইবারের জয়ী এবার হ্যাটট্রিক পুরস্কার উঁচিয়ে তোলার অপেক্ষায় আছেন।

২০১৮ বিশ্বকাপে বলার মতো কিছু না থাকলেও লিভারপুলের জার্সিতে প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নস লিগে স্বপ্নের মতো এক মৌসুম কাটিয়েছেন সালাহ। মিশরীয় এই ফরোয়ার্ডই প্রথম খেলোয়াড় হিসেবে প্রিমিয়ার লিগের ৩৮ ম্যাচে করেন ৩২ গোল।