দেশের খবর: সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের খেলা সরাসরি দেখানোর মাধ্যমে দেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ এর ট্রান্সমিশন শুরু হয়েছে আজ মঙ্গলবার (৪ সেপ্টেম্বর)। বিটিভিতে এর মাধ্যমে সরাসরি খেলা দেখানো হচ্ছে। তবে টেলিভিশন চালু করে বিটিভি নামেই দুটি চ্যানেলে এই খেলা দেখতে পাওয়ায় দর্শকরা বিভ্রান্তিতে পড়েছেন কোনটি আসলে বিটিভি? মো. আতিকুর রহমান নামে এক ব্যক্তি রায়েরবাজার এলাকা থেকে জানান, ‘সাফ ফুটবলের খেলা বঙ্গবন্ধু স্যাটেলাইট দিয়ে দেখাবে জেনে খেলা দেখতে বসেছি। কিন্তু, টেলিভিশনের রিমোট ঘোরাতেই দেখি বিটিভি নামের দুটি চ্যানেলে এই খেলা দেখানো হচ্ছে। এর কোনোটা বিটিভি ওয়ার্ল্ড চ্যানেল না। তাই বুঝতে পারছি না কোনটা আসল বিটিভির চ্যানেল।’ দেখা গেছে, বিটিভি নামের একটি চ্যানেলে ‘বাংলাদেশ টেলিভিশনের কারিগরী সহায়তায় বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এ পরীক্ষামূলক সম্প্রচার’ ওপরে লেখা, একই লোগোর অপর চ্যানেলে সাফ ফুটবলের খেলা দেখানো হচ্ছে বটে তবে এখানে নিচের স্ক্রলে ‘বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের মাধ্যমেও সরাসরি সম্প্রচার হচ্ছে’।
দর্শকদের এই ধন্দ চলে পুরো খেলা জুড়েই। কোনও পূর্ব ঘোষণা ছাড়া বিটিভির একই নামে দুটি চ্যানেল পরিচালনা অবাক করে ক্রীড়ামোদি দর্শকদের। এ বিষয়ে খোঁজ নিয়ে জানা গেছে, বিটিভির চ্যানেল মূলত একটি হলেও আজ মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) বঙ্গবন্ধু স্যাটেলাইট এর পরীক্ষামূলক সম্প্রচার সরাসরি দেখাতে বিটিভি নামেই ওই চ্যানেলটি চালানো হচ্ছে। টিভির ওপরে যেখানে ‘বাংলাদেশ টেলিভিশনের কারিগরী সহায়তায় বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এ পরীক্ষামূলক সম্প্রচার’ লেখা সেটি বঙ্গবন্ধু স্যাটেলাইট থেকে সরাসরি নেওয়া, আর বিটিভির মূল চ্যানেলে দেখানো খেলা বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ সহ ব্যাকআপ হিসেবে রাখা তালিবাবাদ উপগ্রহ ভূকেন্দ্র থেকে সম্প্রচারিত। বিটিভি নামে আরেক চ্যানেলে দেখা যায় ওপরে কোনও লেখা নাই, নিচের স্ক্রলে লেখা খেলাটি বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমেও সম্প্রচারিত হচ্ছে। সূত্র আরও জানায়, সাফ ফুটবলের সম্প্রচার স্বত্ব চ্যানেল নাইনের। তাদের কাছ থেকে সিগন্যাল নিয়ে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের মাধ্যমে ফিড দেওয়া হচ্ছে বিটিভিকে। বিটিভির মহাপরিচালক হারুনুর রশীদ বলেন, ‘যেটিতে স্যাটেলাইট থেকে পরীক্ষামূলক সম্প্রচার লেখাটি ওপরে দেখা যাচ্ছে সেটি ডেডিকেটেডলি বঙ্গবন্ধু স্যাটেলাইট দিয়েই দেখানো হচ্ছে। আর যেটাতে এই লেখাটি নিচে দেখাচ্ছে সেটায় খেলাসহ মূল অনুষ্ঠান দেখানো হচ্ছে। এটিই বিটিভির মূল চ্যানেল।’ বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ বলেন, আমরা সফল হয়েছি। ট্রান্সমিশন ওকে। কোনও ধরনের সমস্যা হয়নি। খেলা ভালোভাবে দেখা যাচ্ছে। আমরা বিটিভিতে সরাসরি দেখাচ্ছি। আর বিটিভি ..ব্যাকআপ নিয়ে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের সময় গত ১১ মে বিকাল ৪টায় ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট উৎক্ষেপিত হয়। স্যাটেলাইটটিকে নিরক্ষ রেখার ১১৯ দশমিক ১ ডিগ্রিতে স্থাপন করা হয়। স্যাটেলাইটটি সেখানে সেট হওয়ার পরে টেস্ট সিগন্যাল পাঠাতে শুরু করে। পরবর্তী সময়ে ইন অরবিট টেস্ট (আইওটি)-সহ সব ধরনের পরীক্ষা নিরীক্ষার পরে স্যাটেলাইটটিকে ট্রান্সমিশনের জন্য প্রস্তুত করা হয়। এ স্যাটেলাইটের আজ পরীক্ষামূলক সম্প্রচার শুরু হয়েছে।