আন্তর্জাতিক

পাকিস্তানের ১৩তম প্রেসিডেন্ট হলেন আরিফ আলভী

By daily satkhira

September 04, 2018

বিদেশের খবর: পাকিস্তানের ১৩তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রার্থী ড. আরিফ আলভী। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, প্রেসিডেন্ট নির্বাচনে ড. আরিফ আলভী ৩২০ ইলেকটোরাল ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এর আগে মঙ্গলবার (০৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে স্থানীয় সময় বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। দেশটির ১৩তম প্রেসিডেন্ট হওয়ার জন্য লড়েছেন- ক্ষমতাসীন দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ড. আরিফ আলভী, পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের সমর্থিত মুত্তাহিদা মজলিস-ই-আমলের প্রধান ফজলুর রেহমান ও পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রবীণ নেতা আইতজাজ আহসান। এর মধ্যে ফজলুর রেহমান ও আইতজাজ আহসান পেয়েছেন যথাক্রমে ১৫৯ ও ১২০ ইলেকটোরাল ভোট। তবে এখনও পাঞ্জাবের প্রাদেশিক পরিষদের ফলাফল পাওয়া যায়নি। যদিও এ প্রদেশের ভোট না পেলেও তিনিই প্রেসিডেন্ট। কেননা, প্রদেশটির যে পরিমাণ ভোট রয়েছে তার চেয়ে বেশি ভোটে এখনই তিনি এগিয়ে রয়েছেন।