রাজনীতি

জাসদ ছাত্রলীগ ও জাতীয় যুব জোটের মাদক,সন্ত্রাস ও জঙ্গী বিরোধী সভা

By daily satkhira

September 04, 2018

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) ও জাতীয় যুব জোট সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগ এ মাদক,সন্ত্রাস ও জঙ্গীবাদ এর বিরুদ্ধে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসিতে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা কারিগর প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোঃ মুছাব্বেরুজ্জামান। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আগামী নির্বাচনে সাতক্ষীরা-১ (তালা- কলারোয়া-পাটকেলঘাটা) জাসদ মনোনীত ও ১৪ দল মনোনয়ন প্রত্যাশী, জাসদ কেন্দ্রীয় কার্যকারী কমিটি সহ-সম্পাদক শেখ ওবায়েদুস সুলতান বাবলু। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ(অপারেশন) শেখ সেকেন্দার আলী। মোঃ সাইদুজ্জামান শুভ ও মিলন ঘোষাল এর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কাটিয়া পুলিশ ফাঁড়ি অফিসার ইনচার্জ মোঃ তসলিম, জাসদ সাতক্ষীরা জেলা শাখার সাংগঠনি সম্পাদক আশরাফ কামাল, জাতীয় যুব জোট সাতক্ষীরা জেলা শাখা সাধারণ সম্পাদক মিলন ঘোষাল, সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের জব প্লেসমেন্ট অফিসার আরিফুল ইসলাম। আলোচনাসভায় প্রধান অতিথি বলেন, মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ এর বিরুদ্ধে আমাদের যুদ্ধ ঘোষণা করতে হবে। যুব সমাজ কে মাদক এর হাত থেকে রক্ষা করতে হবে। সন্ত্রাস দমন করতে হবে নতুন করে কেউ যাতে জঙ্গীবাদে জড়িয়ে না পড়ে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।