সাতক্ষীরা

সাতক্ষীরায় আন্তর্জাতিক মানবাধিকার দিবসে র‌্যালি ও আলোচনা সভা

By Daily Satkhira

December 10, 2016

মাহাফিজুল ইসলাম আক্কাজ: আন্তর্জাতিক মানবাধিকার দিবস ২০১৬ উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বিশ্ব মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা জেলা শাখার আয়োজনে শহিদ আব্দুর রাজ্জাক পার্ক হতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি পুরাতন আইনজীবী ভবনে আলোচনাসভাস্থলে গিয়ে মিলিত হয়। পরে বিশ্ব মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা জেলা শাখার চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শেখ আমজাদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট পরমানু বিজ্ঞানী ড. এম মতিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের ভাইস প্রেসিডেন্ট মো. হাদিউজ্জামান, সহ-সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, মহা সচিব শফিকুল ইসলাম প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আবুল হোসেন, আব্দুর রশিদ, শাহিদা সুলতানাসহ সংগঠনের নেতৃবৃন্দ। অপরদিকে ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস্ অফ বাংলাদেশ ফাউন্ডেশন জেলা শাখার আয়োজনে একটি র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সাকিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন এড. সাইফুল আলম, এড. সরদার সাইফ, এড. তোহা কামাল উদ্দিন হীরা প্রমুখ। এছাড়া ন্যাশনাল হিউম্যান রাইটস্ ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশনের আয়োজনে সৈয়দ সিরাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক এস.এম আব্দুর রেজা বাবু, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, মনিরুজ্জামান, সুমন হোসেন, পার্থ, আব্দুল হাকিম, মনিরুল ইসলাম, অমল সরকার, বকুল হোসেন, আব্দুল্লাহ, ফারুক আহম্মেদ প্রমুখ।