শ্যামনগর

কাশিমাড়ীতে নবযাত্রা প্রকল্পের পারিবারিক কল্যাণ ও সমৃদ্ধিতে পুরুষের সম্পৃক্ততা বিষয়ক সমাপনীর সনদ বিতরণ

By daily satkhira

September 04, 2018

 

শ্যামনগর প্রতিনিধি : শ্যামনগর উপজেলার কাশিমাড়ীতে ইউএসএআইডি’র খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রমের আওতায় নবযাত্রা প্রকল্পের পারিবারিক কল্যাণ ও সমৃদ্ধিতে পুরুষের সম্পৃক্ততা বিষয়ক ছয় মাসব্যাপী অধিবেশনের সমাপনীর সনদ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় কাশিমাড়ী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে এ সনদপত্র বিতরণ করা হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মাস্টার সওকাত হোসেন, নবযাত্রা প্রকল্পের কাশিমাড়ী ইউনিয়ন জেন্ডার অর্গানাইজার আফরোজা নার্গিস, গোবিন্দপুর গ্রামের ভিডিসির সভাপতি মর্জিনা খাতুন ও আছিয়া খাতুন, কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি জিয়াউর রহমান, স্বাস্থ্য সহকারী ওবায়দুল ইসলাম, ফিল্ড ফ্যাসিলিটেটর হাবিবুর রহমান, মিনা খাতুন ও হালিমা খাতুন প্রমুখ। এতে ৪০ জন উপকারভোগীর মাঝে পারিবারিক কল্যাণ ও সমৃদ্ধিতে পুরুষের সম্পৃক্ততা বিষয়ক সমাপনীর সনদ বিতরণ করা হয়।