সাতক্ষীরা

সদর উপজেলার নাগরিকদের ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলছে

By daily satkhira

December 10, 2016

প্রেসবিজ্ঞপ্তি: সাতক্ষীরা জেলায় যে সকল নাগরিক এখনো পর্যন্ত ভোটার তালিকায় নাম অন্তর্ভূক্ত করেননি তাদেরকে জানানো যাচ্ছে যে, গত ২৫ নভেম্বর‘ ১৬ তারিখ হতে আগামী ১৫ ডিসেম্বর‘ ১৬ তারিখ পর্যন্ত সাতক্ষীরা সদর উপজেলায় ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম পরিচালিত হবে। এই হালনাগাদ কর্র্মসূচীতে যাদের জন্ম ১লা জানুয়ারী ১৯৯৯ বা তার পূর্বে তাদের ভোটার তালিকাভূক্ত করা হবে। ভোটারযোগ্য ব্যক্তিগণ উপজেলা নির্বাচন অফিস/সংশ্লিষ্ট পৌরসভা/ইউনিয়ন পরিষদে রক্ষিত তথ্য (ফরম)-২ সংগ্রহ করে উপজেলা নির্বাচন অফিসে উপস্থিত হয়ে ছবি উত্তোলন পূর্বক ভোটার হতে পারবেন। ভোটর তালিকাভূক্ত হওয়ার ক্ষেত্রে তথ্য ফরমের (ফরম)-২ সাথে প্রয়োজনীয় কাগজপত্রাদি যেমন: ডিজিটালজন্ম নিবন্ধন সনদ, পিএসসি/জেএস, সি/ সমমানের সনদ (প্রযোজ্য ক্ষেত্রে), নাগরিক সনদ, হোল্ডিং ট্যাক্স পরিশোধের রশিদ, বিদ্যুৎ বিল/পানি বিলের (প্রযোজ্যক্ষেত্রে, চেয়ারম্যানের প্রত্যয়নপত্র, মা-বাবা/স্বামী-স্ত্রীর জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি (প্রযোজ্য ক্ষেত্রে) দাখিল করতে হবে। কইসাথে এক ভোটার এলাকা হতে অন্য ভোটার এলাকায় অথবা এক নির্বাচনী এলাকা হতে অন্য নির্বাচনী এলাকায় ভোটার হস্তানান্তর করতে চাইলে ফরম-১৩ পূরণ পূর্বক ডিজিটাল জন্ম নিবন্ধন, নাগরিক সনদপত্র, মেয়র/চেয়ারম্যান কতৃক প্রদত্ত প্রত্যয়ন পত্র, হোল্ডিং ট্যাক্স পরিশোধের কপি, বিদ্যুৎ/পানি বিলের কপি (প্রযোজ্য ক্ষেত্রে), মা-বাবা/স্বামী-স্ত্রীর জাতীয় পরিচয় পত্রের ফটোকপি (প্রযোজ্য ক্ষেত্রে), সাতক্ষীরা সদর উপজেলা নির্বাচন অফিসার ফারাজী বেনজীর আহম্মেদ এর কার্যালয়ে জমা দিতে পারবে।