শ্যামনগর ব্যুরো : শ্যামনগরের প্রতিবন্ধী শিশুদের মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গত ১০ ডিসেম্বর ডিআরআরএ’র অফিসে এলডিডিপি প্রকল্পের সার্বিক ব্যবস্থাপনায় দুপুর ২টা থেকে বিকাল ৬টা পর্যন্ত প্রতিবন্ধী শিশুদের জন্য মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা দেওয়া হয়। প্রতিবন্ধী ব্যক্তিদের, থেরাপি সেবা, বিভিন্ন প্রশিক্ষণ, শিক্ষা সহায়তা উপকরন প্রদান ও খিচুনি রোগের ঔষধ প্রদান সহ বিভিন্ন সেবা প্রদান করো হয়। ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন মনরোগ বিশেষজ্ঞ ডা: সৈয়দ মাহবুবে কিবরিয়া এবং শিশুরোগ বিশেষজ্ঞ ডা: এন এল দাশ। ডিআরআরএ’র তালিকাভুক্ত প্রতিবন্ধী শিশুসহ প্রায় শতাধিক সেবাপ্রার্থী বিশেষজ্ঞ চিকিৎসকদ্বয়ের ব্যবস্থাপত্র নেন। ক্যাম্প ব্যবস্থাপনার সার্বিক দায়িত্ব পালন করেন আনোয়ারুল ইসলাম, প্রকল্প ব্যবস্থাপক, এলডিডিপি। তাঁর সহযোগীতায় ছিলেন মো: আসাদুজ্জামান, ফিজিওথেরাপিস্ট; প্রতাপ কুমার পাল, মো: আসাদুল হক, মনোয়ারা খাতুন, মুর্শিদা খাতুন প্রমুখ।