খেলা

দুর্দান্ত জয়ে শীর্ষে গেইল-মাহমুদউল্লাহর সেন্ট কিটস

By daily satkhira

September 05, 2018

খেলার খবর: ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) আগের ম্যাচে জ্যামাইকা তালাওয়াহসের বিপক্ষে শেষ মুহূর্তে মাহমুদউল্লাহর বীরোচিত ব্যাটিংয়ে জয়ে ফেরে সেন্ট কিটস অ্যান্ড নেভিস। মঙ্গলবার রাতে বার্বাডোজ ট্রিডেন্টসের বিপক্ষে খুব বড় কিছু করতে না পারলেও ব্যাটে-বলে অবদান রাখেন বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার। এতে ২ উইকেটে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে জায়গা করে নিয়েছে গেইল-মাহমুদউল্লাহদের সেন্ট কিটস। টসে হেরে প্রথমে ব্যাট করা বার্বাডোজ নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৬৮ রান করে। জবাবে ৮ উইকেট হারিয়ে ২ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় সেন্ট কিটস। ১৬৯ রানের লক্ষ্যে খেলতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় সেন্ট কিটস। তবে শেষ দিকে ফ্যাবিয়ান অ্যালেনের ৬৪ রানের অপরাজিত ইনিংসে ভর করে জয় পায় তারা। ৩৪ বলে ৬টি চার ও ৪টি ছক্কায় নিজের ইনিংস সাজান তিনি। দুই ওপেনার ক্রিস গেইল ২২ ও এভিন লুইস ১৯ রান করেন। মাহমুদউল্লাহ’র ব্যাট থেকে আসে ১৫ রান। বার্বাডোজ বোলার মোহাম্মদ ইরফান ৩ উইকেট নেন। এছাড়া ইমরান খান নেন ২ উইকেট। এর আগে প্রথমে ব্যাট করতে নেমে নিকোলাস পুরানের ৪৪, রোস্টন চেজের ৩৮ ও জেসন হোল্ডারের ঝড়ো ১১ বলে ৩০ রানের ইনিংসে ভর করে ১৬৮ রান সংগ্রহ করে বার্বাডোজ। সেন্ট কিটস বোলারদের মধ্যে স্পিনার তাবরাইজ শামসি দুটি উইকেট নেন। একটি করে উইকেট দখল করেন আলজারি জোসেফ ও মাহমুদউল্লাহ। ১০ ম্যাচে ৫ জয় ও ৪ হারে (একটি ম্যাচ পরিত্যক্ত) ১১ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে সেন্ট কিটস।