স্বাস্থ্য কণিকা: মেরুদণ্ডের হাড়ের ব্যথায় চিকিৎসক পরামর্শ দেন এমআরআই করাতে। কিন্তু এই মেরুদণ্ড পরীক্ষার রিপোর্ট দেওয়া হয় ‘ব্রেইন ক্যান্সার’ হয়েছে বলে। এমন তুঘলকি কাণ্ড ঘটেছে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানা এলাকার শেভরন ক্লিনিকের ল্যাবরেটরি লিমিটেডে। নগরের চান্দগাঁও এলাকার বাসিন্দা নাজির আহমেদ (৮৫) নামে এক রোগীর সঙ্গে এমন ঘটনা ঘটে। রোগীর পরিবার সূত্রে জানা যায়, নগরের চান্দগাঁও এলাকার বাসিন্দা নাজির আহমেদ কিছুদিন আগে মেরুদণ্ডের হাড়ে আঘাত পান। গত ২ সেপ্টেম্বর শেভরনে এমআরআই করাতে আসেন তিনি। শেভরনে তিনি মেরুদণ্ডের নিচের অংশ (এমআরআই অব লাম্বো সেকলার স্পাইন) পরীক্ষা করান। গত সোমবার পরীক্ষার রিপোর্ট দেওয়া হয়। রিপোর্টের হেডলাইনে ‘এমআরআই অব লাম্বো সেকলার স্পাইন’ লেখা থাকলেও দুই কলাম নিচে ফাইন্ডিংয়ে লেখা হয় ‘ব্রেইন ক্যান্সার’। এমনকি ‘ইমপ্রিশেনে’ও লেখা আছে কোষের অস্বাভাবিক বৃদ্ধি। নাজির আহমেদের ছেলে সৈয়দুল কাউসার অভিযোগ করে বলেন, ‘পরীক্ষা করালাম মেরুদণ্ডের, রিপোর্ট দেওয়া হলো ব্রেইন ক্যান্সার হয়েছে বলে।’ এমন রিপোর্ট পাওয়ার পর আমরা অবাক।’ পরে শেভরনে যোগাযোগ করা হলে জেনারেল ম্যানেজার পুলক পারিয়াল বলেন, ‘এটি প্রিন্টিং মিস্টেক। অন্য একজনের ব্রেইনের রিপোর্টটি প্রিন্টিং করার সময় ভুলে নাজির আহমেদের পরীক্ষার রিপোর্টে চলে যায়। পরে আমরা ঠিক করে দিয়েছি।’