জাতীয়

অবাধ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন প্রক্রিয়া দেখতে চায় যুক্তরাষ্ট্র

By daily satkhira

September 05, 2018

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, বাংলাদেশে অবাধ, নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য নির্বাচন প্রক্রিয়া দেখতে চায় যুক্তরাষ্ট্র। এই নির্বাচন প্রক্রিয়ার বিস্তারিত রাজনৈতিক দলগুলো নিজেরা মিলে ঠিক করবে সেটাও আমরা আশা করি। পররাষ্ট্র সচিব এ কে এম শহীদুল হকের সঙ্গে বুধবার (৫ সেপ্টেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন বার্নিকাট। তিনি বলেছেন, বাংলাদেশে অবাধ, নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য নির্বাচন প্রক্রিয়া যুক্তরাষ্ট্রের প্রত্যাশা। এই নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশের জনগণের মতামতের প্রতিফলন ঘটবে সেটাই আমরা দেখতে চাই। এটি কিভাবে হবে তা রাজনৈতিক দলগুলো নিজেরা মিলে ঠিক করবে। রাষ্ট্রদূত বলেন, সরকার নিজেই বলেছে তারা একটি বিশ্বাসযোগ্য নির্বাচন করতে চায়। আমরা আশা করি সরকার সে দায়িত্ব পালন করবে। এসময় আর কী কী বিষয়ে আলোচনা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, বিভিন্ন বিষয় নিয়েই আলোচনা হয়েছে। তবে আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন নিয়েই বেশি আলোচনা হয়েছে। যেহেতু যুক্তরাষ্ট্র এখন নিরাপত্তা পরিষদের চেয়ারম্যান তাই রোহিঙ্গা ইস্যুসহ বিভিন্ন প্রসঙ্গে আলোচনা হয়েছে। আমরা সরকারকে জানিয়েছি, রোহিঙ্গা ইস্যুতে রাজনৈতিক ও অন্যান্য সহায়তা দেবে যুক্তরাষ্ট্র।