স্বাস্থ্য

বিশ্বব্যাপী নিষ্ক্রিয় হচ্ছে মানুষ, উদ্বেগ বিশ্ব স্বাস্থ্য সংস্থার

By daily satkhira

September 05, 2018

অনলাইন ডেস্ক: বিশ্বব্যাপী মানুষের মধ্যে নিষ্ক্রিয়তার হার বাড়ায় উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ১০০ কোটি ৪০ লাখ মানুষ ঠিকমতো শারিরীক চর্চা করছে না। ২০০১ থেকে ২০১৬ সালের মধ্যকার সময়ে নিষ্ক্রিয়তার হার কমার ক্ষেত্রে খুব একটা অগ্রগতি হয়নি। এই ব্যায়াম না করা কিংবা অনিষ্ক্রিয়তার কারণে হৃদরোগ, টাইপ-২ ডায়াবেটিস, ক্যান্সারসহ বিভিন্ন ধরনের স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়ে মানুষ। বিশ্বব্যাপী নারীদের মধ্যে বসে কিংবা নিষ্ক্রিয়ভাবে সময় কাটানোর প্রবণতা বেশি লক্ষ্য করেছেন গবেষকরা। ১৬৮ দেশের ১৯ লাখ মানুষের ওপর জরিপ চালিয়ে গবেষণাটি করা হয়েছে। এতে দেখা যায়, ব্রিটেন, যুক্তরাষ্ট্রের মতো উচ্চআয়ের দেশগুলোর নাগরিকদের মধ্যে নিষ্ক্রিয়তার হার বেশি, ৩৭ ভাগ। ২০০১ সালে এ হার ছিল ৩২ ভাগ। নিম্ন আয়ের দেশের নাগরিকদের মধ্যে নিষ্ক্রিয়তার হার স্থির রয়েছে, ১৬ ভাগ। সূত্র: বিবিসি