খেলা

ফ্রেঞ্চ লিগ থেকে তিন ম্যাচ নিষিদ্ধ এমবাপে

By Daily Satkhira

September 06, 2018

খেলার খবর: রাশিয়া বিশ্বকাপের সবচেয়ে আলোচিত ব্যক্তি ছিলেন কিলিয়ান এমবাপ্পে। নিজের গতি আর ড্রিবলিং দিয়ে তিনি মন জয় করে নিয়েছেন সবার।

তবে বিশ্বকাপের নজরকাড়া পারফরমেন্সের পর ক্যারিয়ার জীবনে প্রথম লাল কার্ডের দেখা পেলেন এমবাপে। ফলে ফ্রেঞ্চ লিগ কমিটি থেকে তিন ম্যাচ নিষিদ্ধ হলেন ফ্রান্সের এ তরুণ তারকা।

পিএসজি শনিবারের ম্যাচে নিমেস অলিম্পিকের বিরুদ্ধে ৪-২ গোলে জয় পায়। ম্যাচটিতে এমবাপে তৃতীয় গোলটি করেন আর আরেকটি গোল করার ক্ষেত্রে অবদান রাখেন।

আর সে ম্যাচে প্রতিপক্ষ খেলোয়াড় ট্রেজি স্যাভানিয়ারকে ধাক্কা মারায় লাল কার্ড দেখতে হল তাকে। তবে এই ঘটনার জন্য তিনি পিএসজি সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন। যদিও লাল কার্ডের জন্য তার কোন অনুশোচনা ছিল না।

তিনি বলেন, একই ঘটনা ঘটলে আবার ওই কাজ করবেন তিনি।

লাল কার্ডের ঘটনাটি ম্যাচের একেবারই শেষের দিকে ঘটে। ম্যাচের তখন কয়েক সেকেন্ড বাকি তখন একটি ট্যাকলের জন্য স্যাভানিয়ারকে ধাক্কা মারেন এমবাপে।

ঘটনাটি রেফারির নজরে আসলে সঙ্গে সঙ্গে তাকে দ্বিতীয়বার হলুদ কার্ড দেখানো হয়। এর আগে ম্যাচের ১৮ মিনিটে প্রথম হলুদ কার্ড দেখতে হয় তাকে। ফলে দ্বিতীয় বার হলুদ কার্ড দেখায় স্বাভাবিকভাবে সেটি লাল কার্ড হয়ে যায়।

এ দিকে ওই ঘটনায় নিজের ভূমিকার জন্য চার ম্যাচ নিষিদ্ধ হন স্যাভানিয়ার। আগে এক ম্যাচের জন্য নিষিদ্ধ থাকায় তার সামনে এখন পাঁচ ম্যাচের নিষেধাজ্ঞা।