জাতীয়

‘দেশে সাক্ষরতার হার বাড়ছে’

By daily satkhira

September 06, 2018

দেশের খবর: প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেছেন, দেশে সাক্ষরতার হার ৭২ শতাংশ ৯ শতাংশ। গতবার এই হার ছিল ৭২ দশমিক ৩ শতাংশ। বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে সচিবালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। গণশিক্ষামন্ত্রী বলেন, সাক্ষরতার হার শতভাগ করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের উপ-আনুষ্ঠানিক কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় কিছুটা বাধার সৃষ্টি হয়েছে। আন্তর্জাতিক সহায়তা বন্ধ হয়ে যাওয়াও বড় কারণ। মন্ত্রী বলেন, যতক্ষণ একজনও নিরক্ষর মানুষ থাকবে ততক্ষণ সরকার কাজ চালিয়ে যাবে। আমাদের অঙ্গীকার বাস্তবায়নে আমরা চেষ্টা করে যাব। পঞ্চম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা কতদিন চলবে—সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে মোস্তাফিজুর রহমান বলেন, যতদিন সরকার এই সিদ্ধান্ত বহাল রাখবে, ততদিন প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা চলবে। আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষা ৮ম শ্রেণি পর্যন্ত করার বিষয়টি এখনো পরীক্ষা-নিরীক্ষার পর্যায়ে আছে। পরীক্ষা-নিরীক্ষা শেষ হলে এটার বাস্তবায়ন হবে। আগামী ৮ সেপ্টেম্বর অনুষ্ঠেয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের নানা কর্মসূচি তুলে ধরেন গণশিক্ষামন্ত্রী। এর মধ্যে আছে শোভাযাত্রা, আলোচনা সভা, সেমিনার। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব মোহাম্মদ আসিফ উজ জামান, উপআনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক তপন কুমার ঘোষ প্রমুখ।