খেলার খবর: স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ছেড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ক্লাবটির শক্তি নিয়ে প্রশ্নও তুলেছেন অনেকে। তবে রিয়ালের জার্সিতে চলতি মৌসুমটি দারুণ শুরু করেছেন করিম বেনজেমা। স্বদেশি কোচ জিনেদিন জিদান ও সতীর্থ রোনালদো ক্লাব ছাড়লেও রিয়ালকে জয় উপহার দিতে দারুণ ভূমিকা রেখে চলছেন ফরাসি এ তারকা। তারই জের ধরে বেনজেমার পারফরম্যান্সের প্রশংসা করে জিদান বলেন, ‘আক্রমণের ধরন বিবেচনায় করিম যে কোনো সুষম দলে গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। অন্যদের সাহায্য করলে মাঠে যে কোনো পরিকল্পনায়ই সফল হয়। সে সত্যিকারের একজন টিম প্লেয়ার।’ রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়নস লিগে নিজের হ্যাট্রিক শিরোপা নিয়ে জিদান বলেন, ‘চ্যাম্পিয়নস লিগের শিরোপাগুলো আমার কাছে নানা কারণে বিশেষ ছিল। প্রথমটি কোচ হিসেবে আমার কাছে প্রথমবারের অন্যরকম মতো ছিল। দ্বিতীয়টি আগ্রহ ও প্রতীকি ছিল আর তৃতীয়টি আমার তিনটি মৌসুমকে পূর্ণতা দিয়েছে। অনেক সময় আমরা ঘরের মাঠের চেয়ে বাইরে অনেক ভালো করেছিলাম। সেরা প্রতিভার খেলোয়াড়দের নিয়ে কাজ করলে তারা বুঝে কিভাবে খেলার সময়কে ম্যানেজ করে নিতে হয়। খারাপ করলেও তারা দ্রুত স্বাভাবিক হয়ে ওঠার চেষ্টা করে।’