দেবহাটা

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মা সমাবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে

By daily satkhira

September 06, 2018

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মা সমাবেশ একটি গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে। একটি শিক্ষিত জাতি গঠনে একটি শিক্ষিত মায়ের প্রয়োজন এটা আমরা সকলেই জানি। শিশুদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে একজন মায়ের ভূমিকা অগ্রগন্য। প্রত্যেকটি শিশুর বিষয়ে একজন মা‘ই জানে তার সন্তানটি কেমন। একটি শিশুর স্কুলে আসা ও যাওয়া, লেখাপড়ার শেখার জন্য মায়েরদের ভ’মিকা অগ্রগন্য। একজন শিশুকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে ঐ শিশুটির স্কুলে লেখাপড়া ও বাড়িতে লেখাপড়ার খোজ খবর নেয়া, বিপথগামী হওয়া থেকে রক্ষা করা, স্কুলের ড্রেস পরে স্কুলে আসা, কোন অভদ্র আচরন না করা, স্কুলের টিফিন নিয়ে আসা, বই খাতা নিয়ে আসা, সময় মত স্কুলে আসা, স্কুলের ক্লাশ ঠিকমত করা এইসব বিষয়গুলো অনস্বীকার্য। আর এই সমস্ত কাজে মায়ের সহায়তা কামনা করে প্রত্যেকটি স্কুলে মা সমাবেশ করা অত্যন্ত জরুরী একটি বিষয়। আর এর অন্যতম একটি কারন হচ্ছে একটি শিশু সবচেয়ে তার মাকে বেশী মেনে চলে। তাই প্রত্যেক মাসে যদি মায়েদের সাথে স্কুলের শিক্ষকদের একটি মতবিনিময় করা হয় তবে সেটা খুবই কার্যকর ভূমিকা পালন করে। প্রত্যেকটি শিশুকে সুশিক্ষা দেয়ার জন্য সকল কাজে মায়ের সহায়তা কামনা করে মা সমাবেশ করা প্রয়োজন। মায়েদের সাথে শিক্ষকদের মতবিনিময় ও অবহিতকরন সভা করা হলে মায়েরাও তাদের দায়িত্ববোধ সম্পর্কে সচেতন হন এবং তাদের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে ড়গে তুলতে কাজ করতে পারেন। মায়েরা যদি তাদের সন্তানদের দিকে খেয়াল না রাখেন তাহলে ঐ শিশুটি কখনো মানুষের মতো মানুষ হতে পারেনা। তাই প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মা সমাবেশ একটি গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে। — মোঃ হাফিজ-আল আসাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা, দেবহাটা, সাতক্ষীরা।