জাতীয়

পরীক্ষা হলে সন্ত্রাসীদের হামলায় দুই শিক্ষার্থী আহত

By daily satkhira

September 06, 2018

অনলাইন ডেস্ক: কিশোরগঞ্জে একটি কারিগরি শিক্ষা কেন্দ্রের পরীক্ষা হলে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। হামলায় দুই শিক্ষার্থী আহত হয়েছেন। ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা প্রায় এক ঘণ্টা কিশোরগঞ্জ-করিমগঞ্জ সড়ক অবরোধ করে রাখে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জ সায়েন্স এন্ড মেডিকেল টেকনোলজির নার্সিং, ফিজিওথেরাপি ও ল্যাবরোটরি বিভাগের ব্যবহারিক পরীক্ষা চলছিল সদর উপজেলার বৌলাই এলাকায় সাস্ট ইনস্টিটিউট অব মেডিকেল টেকনোলজি নামক একটি প্রতিষ্ঠানে। এ সময় বহিরাগত একদল সন্ত্রাসী শিক্ষার্থীদের কাছ থেকে বাড়তি টাকা নেওয়ার অভিযোগ এনে প্রথমে শিক্ষকদের সাথে বাকবিতণ্ডা শুরু করে। এক পর্যায়ে দেশিয় অস্ত্রসস্ত্র নিয়ে হামলা চালায়। এতে রিয়াদ ও মনিকা নামে ফিজিওথেরাপি বিভাগের দুজন পরীক্ষার্থী আহত হন। ঘটনার পর শিক্ষার্থীরা কিশোরগঞ্জ-করিমগঞ্জ সড়কের বৌলাই সড়কে অবস্থান নিয়ে প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখে। এর ফলে দুদিক থেকে বিভিন্ন যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে পুলিশ গিয়ে বিচারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন। সদর মডেল থানার ওসি আবুশামা মো. ইকবাল হায়াত জানান, জিজ্ঞাসাবাদের জন্য রাহিমা আক্তার নামে এক শিক্ষার্থীকে থানায় নেওয়া হয়েছে। এ হামলার পিছনে তার ইন্দন থাকতে পারে বলে প্রত্যক্ষদর্শীরা তাকে জানিয়েছে।