কলারোয়া

কলারোয়ায় ঢেউ টিন ও নগদ অর্থ বিতরণ

By daily satkhira

September 06, 2018

কলারোয়া প্রতিনিধি : কলারোয়ায় দুঃস্থ ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক বরাদ্ধকৃত ঢেউ টিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুলতানা জাহানের সভাপতিত্বে সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঢেউ টিন ও নগদ অর্থ বিতরণ করেন। এসময় তিনি বলেন-জননেত্রী শেখ হাসিনা অসহায় মানুষের কল্যাণে কাজ করে বিশে^র দরবারে মানবতার মা হিসেবে স্বীকৃতি পেয়েছেন। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে এগিয়ে নিতে এবং জাতির ভাগ্যোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশ আ.লীগ সরকার উন্নয়নের সরকার। আ.লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের জনগণ শান্তিতে থাকে। দেশের সাধারণ মানুষ উন্নয়নের জন্য জননেত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় বসাবে। কলারোয়া উপজেলার ২৭জন দুঃস্থ ক্ষতিগ্রস্থ ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে ৬৭ ব্যান্ডেল ঢেউ টিন এবং চেক বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরাফাত হোসেন, পৌরসভার প্যানেল মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ, ইউপি চেয়ারম্যান মাস্টার নুরুল ইসলাম, মনিরুল ইসলাম মনি, শামসুদ্দিন আল মাসুদ বাবু, এসএম মনিরুল ইসলাম, কলারোয়া প্রেস ক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ, কলারোয়া রিপোর্টাস ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, কলারোয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, কলারোয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কম্পিটার সহকারী রফিকুল ইসলাম প্রমুখ।