আশাশুনি

কাপসন্ডায় ৪ দলীয় ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

By daily satkhira

December 10, 2016

আশাশুনি ব্যুরো ঃ আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের কাপসন্ডায় ৪ দলীয় ফুটবল টুর্ণামেন্টে খেলায় হড্ডা তাপস স্মৃতি ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। শনিবার কাপসন্ডা ফুটবল মাঠে উত্তেজনাপূর্ণ এ খেলা অনুষ্ঠিত হয়।কাপসন্ডা প্রভাতী যুব সংঘের আয়োজনে খেলায় হড্ডা তাপস স্মৃতি ফুটবল একাদশ ও সাতক্ষীরা ফিস মহেশ্বরকাটি ফুটবল একাদশ মুখোমুখি হয়। ঘানা, নাইজেরিয়ান, ঢাকা ও চিটাগাং এর নামীদামী ক্লাবের খেলোয়াড়সহ শক্তিশালী দল নিয়ে মাঠে নামে। তীব্র প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ খেলায় হড্ডা তাপস স্মৃতি একাদশ একমাত্র গোলে জয়লাভ করে। শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হন হড্ডা দলের মেরু মোহাম্মদ। সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডাঃ আ ফ ম রুহুল হক এমপি মোবাইলের মাধ্যমে দর্শকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। দেবহাটা উপজেলা আ’লীগ সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান খেলা উদ্বোধন করেন। প্রভাতী যুব সংঘের সভাপতি মঈনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আ’লীগ সেক্রেটারী এড. শহিদুল ইসলাম পিন্টু, বড়দল কলেঃ স্কুলের অধ্যক্ষ ড. শিহাবউদ্দিন, ক্লাবের প্রধান উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা সরদার নাজিম উদ্দিন, শিল্পপতি মোস্তাফিজুর রহমান রিপন, শ্যামনগর উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান শিল্পী মৃধা। অনুষ্ঠানে হড্ডা তাপস স্মৃতি দলের টীশ ম্যানেজার মহাসিন সরদার (মেম্বার), সহকারী ম্যানেজার নিতিশ মন্ডল, ক্লাবের সেক্রেটারী হাফিজুল, মেম্বার আরব বিল্লাহ, ইদ্রিস মোড়ল, মেম্বার হোসেন আলি, কবির হোসেন, ইব্রাহিম প্রমুখ খেলা উপভোগ করেন। খেলা পরিচালনা করেন আঃ অহিদ বাবলু, সহকারী আঃ গফফার, স্বপন বিশ্বাস ও আনিছুর রহমান। ধারাভাষ্যে ছিলেন মফিজুল ইসলাম শরাফাত ও আঃ রউফ। খেলাশেষে বিজয়ী দল ও বিজীত দলের ক্যাম্পেনের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সবশেষে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।