কালিগঞ্জ

কালিগঞ্জে বোমা তৈরির সময় বিস্ফোরণে ২ ডাকাত গুরুতর আহত

By Daily Satkhira

December 11, 2016

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার কালিগঞ্জে বোমা তৈরির সময়ে তা বিস্ফোরণে দুই ডাকাত গুরুতর আহত হয়েছে। রোববার দুপুরে উপজেলার বাজারগ্রামে এ ঘটনাটি ঘটে। আহতরা হলেন, কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর গ্রামের গ্রামের মৃত দবিরউদ্দীন গাজীর ছেলে ডাকাত ফজর আলী গাজী (৬০) ও কালিকাপুর গ্রামের মৃত জনাব আলী শেখের ছেলে ইছা শেখ (৫৫)। স্থানীয়রা জানান, রোববার দুপুরে কালিগঞ্জ উপজেলার বাজারগ্রামের সাবেক মেম্বর শেখ জামাল উদ্দীনের পরিত্যক্ত ভিটায় বসে তারা দুজনে বোমা তৈরি করছিল। হটাৎ অসাবধানবশতঃ সেটি বিস্ফোরিত হয়ে বিকট আওয়াজ হয়। স্থানীয়রা বিকট আওয়াজ শুনে সেখানে গিয়ে বোমার স্প্রিন্টারে গুরুতর আহত ডাকাত ফজর আলী গাজী ও ইছা শেখকে উদ্ধার করে কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত ডাক্তার তাদের আশংকাজনক অবস্থায় পরে সাতক্ষীরা সদর হাসপাতালে স্থানান্তর করেন। কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লস্কর তাজুল ইসলাম ককটেল তৈরির সময় দুই জন গুরুতর আহত হয়েছেন বলে নিশ্চিত করে জানান, গুরুতর আহত দুইজনকে সাতক্ষীরা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।