কুলিয়া প্রতিনিধি : বিল পরিশোধের ৬ মাস অতিবাহিত হলেও বিদ্যুৎ সংযোগ দেওয়া হচ্ছে না বহেরা উপস্বাস্থ্য কেন্দ্রে। এতে করে চরম দূর্ভোগের শিকার হচ্ছেন স্বাস্থ্য কেন্দ্রে আসা রোগিরা। সূত্র জানায়, দেবহাটার কুলিয়া ইউনিয়নের বহেরা উপস্বাস্থ্য কেন্দ্র বিদ্যুৎ বিল পরিশোধ না থাকার কারনে চলতি সালের গত ৩০ মে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি কালিগঞ্জ জোনাল অফিস কর্তৃপক্ষ স্বাস্থ্য কেন্দ্রের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এরপর স্বাস্থ্য কেন্দ্রের কর্মকর্তারা বিদ্যুৎ বিভাগের সমুদয় বিল পরিশোধ করেন। কিন্তু বিদ্যুৎ বিল পরিশোধের ৬ মাস অতিবাহিত হলেও ওই স্বাস্থ্য কেন্দ্রে ( যার মিটার নং- ৮৫২৯৯৯, হিসাব নং- ১৩০০, মিটার বহি নং ৮১৪) এখনো পর্যন্ত বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়নি। সেখানে প্রতিদিন প্রত্যান্ত অঞ্চল থেকে ৬০ থেকে ৭০ রোগী চিকিৎসা সেবা নিতে আসেন। এছাড়া পরিবার পরিকল্পনা স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। তাছাড়া সেখানে কমলমতি শিশুদের টিক প্রদান ও করা হয়। এদিকে স্বাস্থ্যকেন্দ্রে বিদ্যুৎ না থাকায় চরম দুর্ভোগে পড়ছেন দূর দূরান্ত থেকে আসা রোগীরা। তবে এ নিয়ে কারো কোন মাথা ব্যাথা নেই বলে জানিয়েছেন সেবা নিতে আসা রোগীরা। এবিষয়ে সংশ্লিষ্ট বিদ্যুৎ ও এলাকার সুধী মহলের সুদৃষ্টি কামনা করেছেন রোগীরা।