খেলা

আজ বাংলাদেশের সেমিফাইনালে ওঠার মিশন

By daily satkhira

September 08, 2018

খেলার খবর: ভারত এক ম্যাচ জিতেই সেমিফাইনালে, অথচ বাংলাদেশ টানা দুই ম্যাচ জেতার পরও আছে অপেক্ষায়! কোচ জেমি ডে তাই একটু অবাকই। তবে সেই অপেক্ষা শেষ হচ্ছে আজ। নেপালের বিপক্ষে ম্যাচের ফলের ওপর নির্ভর করছে লাল-সবুজ দলের শেষ চারের অঙ্ক। বঙ্গবন্ধু স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় বাংলাদেশ মুখোমুখি হচ্ছে গ্রুপ পর্বের শেষ ম্যাচে। জিতলে তো বটেই, ড্র করলেও গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নাম লেখাবে সেমিফাইনালে। এমনকি হারলেও শেষ চার নিশ্চিত হয়ে যেতে পারে বাংলাদেশের। গুরুত্বপূর্ণ এই ম্যাচটি সরাসরি দেখা যাবে বিটিভি ও চ্যানেল নাইনে। অবশ্য অনেক ‘যদি’, ‘কিন্তু’ জড়িয়ে আছে ‘এ’ গ্রুপে। পয়েন্ট টেবিলের অবস্থা এমন যে, চার দলেরই সম্ভাবনা আছে সেমিফাইনালে যাওয়ার। বাংলাদেশ দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। পাকিস্তান ও নেপালের সমান ম্যাচে ৩ পয়েন্ট, আর ভুটানের পয়েন্ট শূন্য। স্বাগতিকদের সেমিফাইনালে ওঠার সহজ সমীকরণ হলো নেপালের সঙ্গে ন্যুনতম ড্র করা। এছাড়া আগের ম্যাচে পাকিস্তান যদি ভুটানের কাছে পয়েন্ট হারায় তাহলে কোনও হিসাব-নিকাশের প্রয়োজন পড়বে না, নেপালের বিপক্ষে মাঠে নামার আগেই সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে স্বাগতিকদের। হিসাব-নিকাশের মধ্যে যেতে চাইছেন না বাংলাদেশ দলের কোচ জেমি ডে। টানা তিন ম্যাচ জিতে গ্রুপসেরা হওয়ার লক্ষ্য তার। শুক্রবার কমলাপুর স্টেডিয়ামে অনুশীলনের আগে এই ইংলিশ কোচ বলেছেন, ‘আমরা এগিয়ে যেতে চাই। আগের মতো ভালো খেলে গ্রুপ পর্ব পেরোনোই লক্ষ্য আমাদের। যদি না পারি তাহলে আমরা বাদও পড়তে পারি। সেটা হলে আমাদের জন্য বড় অঘটন হবে। তবে আমরা তা চাই না।’

পাকিস্তানের বিপক্ষে ভালো খেলে হার আর ভুটানের বিপক্ষে ৪ গোলে জিতে নেপাল মুখোমুখি হবে বাংলাদেশের। এই দলটিকে সমীহ করছেন জেমি, ‘নেপাল শক্তিশালী দল। তারা আমাদের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। পাকিস্তানের সঙ্গে ভালো খেলে হেরেছে, আর ভুটানের বিপক্ষে ৪ গোলে জিতেছে। তারা যে ভালো দল, এতেই পরিষ্কার। তবে আমরা ভালো খেলে সেমিতে যেতে চাই।’ ফরোয়ার্ড সাদ উদ্দিন টানা তিন ম্যাচ জয়ের স্বপ্ন দেখছেন, ‘আগের দুই ম্যাচের মতো এবারও জিততে চাই। কোচের নির্দেশনা অনুযায়ী মাঠে খেলতে পারলে জয় আসবেই।’ পাকিস্তানের বিপক্ষে জয়ের নায়ক তপু বর্মণ জার্সি খুলে উল্লাস করতে গিয়ে হলুদ কার্ড দেখেছেন। আজ নেপালের বিপক্ষে কার্ড দেখলেই পড়বেন বিপদে। তখন বাংলাদেশ সেমিফাইনালে উঠলে তাকে দর্শক হিসেবে থাকতে হবে। স্বভাবতই তপু তা চাইবেন না। সেমিফাইনালে জায়গা করে নিতে বাংলাদেশের ন্যুনতম ১ পয়েন্ট দরকার, আর নেপালের দরকার পূর্ণ ৩ পয়েন্ট। তবে পাকিস্তানের বিপক্ষে ভুটান জিতলে তখন পরিস্থিতি বদলে যাবে। নেপাল কোচ বাল গোপাল মহার্জন অবশ্য বাংলাদেশকে হারিয়েই সেমিফাইনালে যেতে চান। ২০১৬ সালে ঢাকার বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবলের চ্যাম্পিয়ন নেপাল। সেই দলের কোচ ছিলেন বাল গোপাল। এর পরেই ব্রাদার্স ইউনিয়নের কোচের দায়িত্ব পালন করেছেন তিনি। ঢাকার মাঠ তার জন্য পয়মন্ত। যদিও তিনি খুব সতর্ক, ‘বাংলাদেশ ভালো দল, নিজেদের মাঠে খেলবে। তাদেরকে হারানো সহজ হবে না। তবে আমরা জেতার জন্য মাঠে নামব। জিতেই সেমিতে খেলতে চাই।’ দুই দলের মুখোমুখি লড়াইয়ে বাংলাদেশ এগিয়ে। ২১বারের সাক্ষাতে বাংলাদেশ জিতেছে ১২ ম্যাচ, বিপরীতে নেপাল জিতেছে ৬টিতে, আর ড্র হয়েছে বাকি ৩ ম্যাচ। আজ জয়ের সংখ্যা আরও বাড়িয়ে সেমিফাইনালে ওঠার উৎসবে মাততে চায় বাংলাদেশ।