শ্যামনগর

শ্যামনগরে ৪৭ তম গ্রীষ্মকালীন খেলার সমপনী অনুষ্ঠিত

By daily satkhira

September 08, 2018

আব্দুল আলিম,শ্যামনগর : শনিবার সকাল ১০ টায় নকিপুর সরকারি এইচ,সি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ৪৭ তম জাতীয় স্কুল মাদ্রাসা গ্রীষ্মকালীন খেলার শ্যামনগর উপজেলা জোনের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ঈশ্বরীপুর এ সোবহান মাধ্যমিক বিদ্যালয় বনাম শ্রীফলকাটি মাধ্যমিক বিদ্যালয়ের খেলা অনুষ্ঠিত হয়। ঈশ্বরীপুর এ সোবহান মাধ্যমিক বিদ্যালয় ১/০ গোলে জয় লাভ করে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার, মো: কামরুজজামান,  বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্যামনগর সদর ইউ,পি চেয়ারম্যান ও পি পি সাতক্ষীরা জর্জ কোর্ট এ্যাড জহুরুল হায়দার বাবু, বাছাই পর্বের সদস্য সচিব শেখ জাবের হোসেন, নকিপুর সরকারি এইচ.সি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, নোয়াবেঁকি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ জুলফিকার আল মেহেদি লিটন, নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণনন্দ মুখ্যার্জি, জোবেদা সোহরাব মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সত্তার, কাঁঠাল বাড়িয়া এ,জি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুল ইসলাম, উপজেলা রিপোর্টাস ক্লাবের সভাপতি গাজী আল ইমরান, যুন্ম সাধারন সম্পাদক আব্দুল আলিম, খেলায় রেফারির দায়িত্বে ছিলেন তইবুর রহমান বাবলু, রিয়াদ আরফিন, সোহাগ হোসেন।