খেলার খবর: সর্বাধিক গ্রান্ড স্লাম জেতা মার্গারেট কোর্টের রেকর্ড ছোঁয়ার সুযোগ হলো না মার্কিন তারকা সেরেনা উইলিয়ামসের। নিউইয়র্কের ফ্ল্যাশিং মিডোসে তাকে ৬-২, ৬-৪ সেটে হারিয়ে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম জিতেছেন জাপানি খেলোয়াড় নাওমি ওসাকা। জিততে তো পারেনই নি, উল্টো অখেলোয়াড়সুলভ আচরণের জন্য শাস্তি পেয়েছেন ২৩টি গ্র্যান্ড স্লাম জেতা সেরেনা। খেলা চলাকালেই রেফারি কার্লোস রামোসের বিরুদ্ধে সেরেনা বর্ণবাদী আচরণের অভিযোগ এনেছেন। খেলা শেষে রেফারির সঙ্গে হাত মেলাতেও তিনি অস্বীকৃতি জানান। তবে নাওমিকে তিনি অভিনন্দন জানিয়েছেন। কিন্তু লড়াইটা এমন তিক্তভাবে শেষ হওয়ায় নাওমি হতাশ। কাঁদতে কাঁদতে ২০ বছর বয়সী এ খেলোড় বলেন, ‘খেলাটা এমনভাবে শেষ হবে তা চাইনি।’ সূত্র: বিবিসি