আশাশুনি ব্যুরো : আশাশুনি উপজেলার শীতলপুর গ্রামে ঝুঁকিপূর্ণ স্থান থেকে বালি উত্তোলন করে নেওয়ায় এলাকাবাসী চরম বিপদে পড়েছে। এব্যাপারে প্রতিকার প্রার্থনা করে উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন করা হয়েছে। অভিযোগে প্রকাশ, শীতলপুর গ্রামের আঃ আজিজ গাজীর পুত্র আবু বক্কর ছিদ্দিক তার পুকুর থেকে বালি উত্তোলনের জন্য বিক্রয় করে দেন ঠিকাদার আঃ সালামের কাছে। ঠিকাদার ঐ পুকুর থেকে মেশিনের সাহায্যে বালি উত্তোলন করে কালিগঞ্জ উপজেলার বারদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাইক্লোন শেল্টার নির্মান স্থানে ভরাট কাজ করাচ্ছেন। ফলে পাশের পিচের রাস্তা, ইটের সোলিং রাস্তা, জামে মসজিদেল ইটের সোলিং রাস। তায় ধ্বস নামার উপক্রম হয়েছে। আরও বালি উঠানো হলে যে কোন সময় সমুহ ক্ষতির সম্ভাবনা বিরাজ করছে। ঝুঁকিপূর্ণ স্থান থেকে বালি উত্তোলন বন্ধ করা এবং আশাশুনি উপজেলা থেকে বালি উত্তোলন করে কালিগঞ্জে নিয়ে যাওয়া বন্ধ করতে শীতলপুর গ্রামেল সুলাইমান গাজী এলাকাবাসীর পক্ষে জোর দাবি জানিয়েছেন।