খেলা

ভারত-পাকিস্তান নয়, সন্তান হবে তৃতীয় দেশের নাগরিক

By daily satkhira

September 09, 2018

বিনোদনের খবর: বিশ্বের অন্যতম তারকা খেলোয়াড় জুটি পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিক ও ভারতীয় সেনসেশন সানিয়া মির্জা। সানিয়া শোয়েবকে বিয়ে করার পর ভারতীয় মৌলবাদীদের রোষানলে পড়েছিলেন। কিন্তু কখনোই তিনি সেটি পাত্তা দেননি। তবে স্বামী শোয়েব মালিক পাকিস্তানি আর স্ত্রী সানিয়া মির্জা ভারতীয়। তাহলে তাদের সন্তান কোন দেশের নাগরিক হবে? সম্প্রতি এমন প্রশ্নের বিস্ময়কর জবাব দিলেন শোয়েব মালিক নিজেই। শোয়েব মালিক নিজের সন্তানকে পাকিস্তান কিংবা ভারত কোন দেশেরই নাগরিক বানাতে চান না। তিনি বলেন, আমার সন্তান হবে তৃতীয় কোন দেশের নাগরিক! মালিক আরো জানিয়েছেন, সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে দল থেকে অনুমতি নিয়েছি। অক্টোবরে আমাদের প্রথম সন্তান পৃথিবীতে আসবে। এদিকে সানিয়া মির্জা জানান, তার পরিবারের পদবী ’‌মির্জা’‌। তাই তার সন্তানের নামের শেষে সেই পদবীটা থাকবে। সানিয়া বলেন, আমি এবং আমার স্বামী সিদ্ধান্ত নিই যে, আমাদের সন্তানের পদবী হবে মির্জা-মালিক। এভাবেই আমার স্বামীসহ আমরা একটা পরিবার হয়ে সেই সন্তানের পাশে দাঁড়াব। যদিও আমার স্বামী সবসময়ই মেয়ে সন্তানই চেয়েছেন।