রাজনীতি

চেয়ারম্যান মোশারফের মৃত্যুতে শোক ॥ খুনীদের গ্রেফতার ও শাস্তির দাবি

By daily satkhira

September 09, 2018

 

সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক সাংগঠনিক, কালিগঞ্জ উপজেলার সাবেক সাধারণ সম্পাদক ও কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান কে এম মোশাররফ হোসেন কে গত ৮ সেপ্টেম্বর’১৮ তারিখ রাতে দুবর্ৃৃত্তের গুলিতে নিহত হন। তার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু, সহ-সভাপতি নুরুল ইসলাম, নজরুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মশিউর রহমান টুকু, যুগ্ম সাধারণ সম্পাদক খালিদুর রহমান, লালু, সদর উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব আনোয়ার জাহিদ তপন, পৌর জাপার সভাপতি সৈয়দ মাহমুদ পাপা, জেলা জাপার সদস্য কানাই লাল সাহা, দপ্তর সম্পাদক কাজী তাহের, জেলা নেতা একরামুল মোসলেমিন দাদু, স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক আনোয়ার হোসেন আনু, জেলা যুব সংহতির সভাপতি শাখওয়াতুল করিম পিটুল, সাধারণ সম্পাদক আবু তাহের, সহ-সভাপতি আশিকুজ্জামান বাপ্পি, সাইফুল ইসলাম, জাহিদুর রহমান, জেলা ছাত্রসমাজের সভাপতি কাইছারুজ্জামান হিমেল, সাধারণ সম্পাদক আকরামুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রোকনুজ্জামান সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক আলম আল রাজি রাজ, দপ্তর সম্পাদক আশিকুল ইসলাম, সহ-সভাপতি নাহিদুর রহমান রিমন, ইকবাল হোসেন রনি, উপজেলা ছাত্র সমাজের সভাপতি আশরাফুজ্জামান রকি, সাধারণ সম্পাদক কায়মুজ্জামান পাভেল, পৌর ছাত্র সমাজের আহবায়ক মাসুদ রানা মনা, সদস্য সচিব মনোয়ার হোসেন রুমি। এসময় নেতৃবৃন্দ এই নৃশংস হত্যার তীব্র প্রতিবাদ, নিন্দা এবং অবিলম্বে খুনিদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছেন। সদর উপজেলা জাতীয় পার্টি জেলা জাতীয় পার্টির সংগঠনিক সম্পাদক ও কালিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান এ.কে.এম মোশারফ হোসেন শনিবার রাতে কৃষ্ণনগর ইউনিয়নের বালিয়াডাঙ্গা বাজারে দুর্বৃত্তের হাতে নিহত হন। তিনি নিহত হওয়ায় সাতক্ষীরা জেলা জাতীয় পার্টি একজন সুদক্ষ সংগঠককে হারানোর পাশাপাশি কৃষ্ণনগর ইউনিয়নবাসী তাদের দরদি নেতাকে হারালো। কে.এম. মোশারফের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি শোক জ্ঞাপন ও তার রুহের মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন, জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি সালাম সরদার, সহ-সভাপতি ও সদর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক সরদার মজিদ, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক শেখ মঈনুর রশিদ, জেলা জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক ও পৌর জাতীয় পার্টির সদস্যসচিব শেখ আব্দুস ছাদেক, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সদস্য সচিব শেখ শরিফুজ্জামান বিপুলসহ সদর উপজেলা জাতীয় পার্টি ও জেলা জাতীয় পার্টির সকল নেতৃবৃন্দ। সাথে সাথে ওই খুনিদের গ্রেফতার পূর্বক আইনের আওতার এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান তারা। প্রেস বিজ্ঞপ্তি