নিজস্ব প্রতিবেদক: মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক মিটিং অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০ জেলা প্রশাসকের কার্যালয়ে এ মিটিং অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মঈনুল হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিসট্রেট সৈয়দ ফারুক আহমেদ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহজ্ব মোঃ নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর লিয়াকত পারভেজ, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, সাতক্ষীরা বাস মিনিবাস, মাইক্রোবাস, কোচ মালিক সমিতির সভাপতি ও দৈনিক কালের চিত্র পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ, সদর সার্কেল আতিকুল হক, পৌর কাউন্সিলর আব্দুস সেলিম, আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানাসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ। সভায় বক্তারা বলেন, এটি বিজয়ের মাস। আমাদের দেশ দীর্ঘ ৯ মাস যুদ্ধের পরে স্বাধীন হয়েছে। সাতক্ষীরার আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় বর্তমানে অনেক ভাল অবস্থানে আছে। ২০১৩ সালের পর সাতক্ষীরাকে এক শ্রেনীর কুচক্রী মহল অশান্ত করেছিল। জেলা প্রশাসনের কল্যানে আমরা সাতক্ষীরা বাসী সেখান থেকে মুক্ত হতে পেরেছি। বর্তমানে সাতক্ষীরা জেলা একটি শান্ত জেলা হিসাবে পরিচিত। এ জেলা এখন অপার সম্ভবনার জেলা। খেলাধুলা, মৎস্য থেকে শুরু করে প্রত্যেকটি উৎপাদনশীল জিনিসপত্র এখানে পাওয়া যায়। সাতক্ষীরা জেলা থেকে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদকে চিরতরে নির্মল করতে হবে। বর্তমান সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী যুদ্ধাপরাধীদের বিচার কাজ চলছে। এদেশে আর যাতে কোন অপশক্তি আসতে না পারে সে লক্ষে সরকার কে সহযোগীতা করতে হবে। এ বিজয়ের মাসে আমাদের লক্ষ হওয়া উচিত একটি জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ মুক্ত একটি সোনার বাংলা গড়া। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বলিষ্ঠ নেতৃত্বের কারণে আমরা পেয়েছি স্বাধীন রাষ্ট্র।