জাতীয়

২২তমই শেষ নয়, অক্টোবরেও বসবে অধিবেশন

By daily satkhira

September 09, 2018

দেশের খবর: দশম জাতীয় সংসদের ২২তম অধিবেশন শুরু হয়েছে। এ অধিবেশন আগামী ২০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত ১০ কার্যদিবস চলবে। অধিবেশন শুরুর আগে ধারণা করা হয়েছে এটিই হবে বহুল আলোচিত দশম সংসদের শেষ অধিবেশন। পরে অধিবেশনের আগে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে আগামী অক্টোবরে সুবিধাজনক সময়ে আরেকটি অধিবেশনের সিদ্ধান্ত হয়। রোববার (০৯ সেপ্টেম্বর) বিকেলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ অধিবেশন শুরু হয়। এর আগে অনুষ্ঠিত হয় কার্য উপদেষ্টা কমিটির বৈঠক।কমিটির সভাপতি জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে কমিটির সদস্য এবং সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে অংশ নেন। এ ছাড়া কমিটির সদস্য বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, হুসেইন মুহম্মদ এরশাদ, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, মো. ফজলে রাব্বী মিয়া, আবুল হাসানাত আব্দুল্লাহ, রাশেদ খান মেনন, আ.স.ম. ফিরোজ, মইন উদ্দীন খান বাদল এবং আনিসুল হক বৈঠকে অংশ নেন। বৈঠক শেষে বিকেল পাঁচটায় বসে সংসদ অধিবেশন। শুরুতেই স্পিকার চলতি অধিবেশনের সভাপতিমণ্ডলী মনোনয়ন দেন। সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন ইমরান আহমেদ, এবি তাজুল ইসলাম, মাহবুব উল আলম হানিফ, ফখরুল ইমাম, নূর জাহান বেগম। স্পিকার বা ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিমণ্ডলীর সদস্যদের মধ্যে অগ্রবর্তীজন সংসদ পরিচালনা করবেন।

পরে স্পিকার চলমান সংসদের সদস্য এস এম মোস্তফা রশিদী, বিরোধী দলীয় প্রধান হুইপ জাতীয় পার্টির আইনপ্রণেতা তাজুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপন করেন। চলমান সংসদের কোনো সদস্যের মৃত্যু হলে অধিবেশনে শোক প্রস্তাব গ্রহণের পর রেওয়াজ অনুযায়ী বৈঠক মুলতবি হয়।এ ছাড়া ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী, জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান, সাবেক সংসদ সদস্য কল্পরঞ্জন চাকমা, মোজাফফর হোসেন, শরীফ খসরুজ্জামান, আব্দুর রউফ মিয়া, মো. ফজলে এলাহী, আলফাজ উদ্দিন, মো. আব্দুল মান্নান মণ্ডল, আনোয়ারা হাবীবের মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপন করা হয়। পাশাপাশি সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়ুব বখত জগলুল, দ্যা ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক এএইচএম মোয়াজ্জেম হোসেন, মার্কিন সিনেটর জন ম্যাককেইন, ভাষাসংগ্রামী হালিমা খাতুন, আব্দুল বাতেন, নৃত্যগুরু বজলার রহমান বাদল, ডেইলি অবজারভারের নির্বাহী সম্পাদক আনিস আহমেদ, মুক্তিযোদ্ধ ও লেখক কামরুল হাসান ভূইয়া, বীরঙ্গনা রমা চৌধুরী, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মোস্তাক হোসেন, দক্ষিণ সুদানে গুলিতে নিহত কমান্ডার আশরাফ সিদ্দিকী, বাসচাপায় রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী দিয়া আক্তার মিম ও আব্দুল করিম রাজীব, মুজিবনগর সরকারের গার্ড অব অনার প্রদানকারী আনসার সদস্য লিয়াকত আলী, অভিনেত্রী রানী সরকার, ইটিভির সিনিয়র রিপোর্টার মামুনুর রশিদের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এবারের অধিবেশনে বেশকিছু গুরুত্বপূর্ণ আইন পাসের সম্ভাবনা রয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশ-আরপিও সংশোধনের প্রস্তাব উত্থাপিত হতে পারে। এই আইনে অন্তর্ভুক্ত হওয়ার কথা রয়েছে জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহারের বিধান। অধিবেশনে সড়ক পরিবহন, ডিজিটাল নিরাপত্তা ও সরকারি কর্মচারী আইনসহ ২০টি বিল নিয়ে আলোচনার কথা রয়েছে। এছাড়া একাদশ সংসদ নির্বাচনের বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য দিতে পারেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রসঙ্গত, বর্তমান সরকারের পাঁচ বছর পূর্ণ হবে আগামী ২৮ জানুয়ারি। সংবিধান অনুযায়ী পাঁচ বছর পূর্ণ হওয়ার পূর্বের ৯০ দিনের মধ্যে পরবর্তী নির্বাচন হওয়ার বিধান রয়েছে। সেই হিসেবে আগামী ২৮ অক্টোবর থেকে ৯০ দিনের দিনক্ষণ গণনা শুরু হবে।