আশাশুনি

আশাশুনিতে পুলিশের অভিযানে আাটক- ৭

By daily satkhira

September 09, 2018

আশাশুনি ব্যুরো : আশাশুনি থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথের নেতৃত্বে এসআই সঞ্জীব সমদ্দার, এসআই মোঃ হাসানুজ্জামান, এসআই মোঃ মনজুরুল হাসান, এসআই নয়ন কুমার চৌধুরী, পিএসআই মোঃ আঃ রাজ্জাক, এএসআই আনিসুর রহমান, এএসআই মাহাবুব হাসান, এএসআই আলমগীর হোসেন সহ সঙ্গীয় ফোর্স এর সহায়তায় শনিবার রাত ৩ ঘটিকার দিকে আশাশুনি থানাধীন আশাশুনি গ্রামস্থ আশাশুনি আলিয়া মাদ্রাসা মাঠে নাশকতার পরিকল্পনা কালে ০২(দুই) টি হাতবোমা ও দেশীয় অস্ত্র-সস্ত্র সহ একাধিক নাশকতা মামলার আসামী মোঃ আঃ ওয়াদুদ (৫৮), পিতা-মৃত আঃ করিম মোড়ল, গ্রাম-আশাশুনি, আজিজুল ইসলাম বিশ্বাস (৩২), পিতা-মোঃ ওজিয়ার বিশ্বাস, গ্রাম-চেউটিয়া, মোঃ আতিয়ার রহমান সরদার (৫২), পিতা-মৃত গহর আলী সরদার, গ্রাম-শ্রীধরপুর, রফিকুল ইসলাম বিশ্বাস(৪৮), পিতা-মৃত মোসলেম বিশ্বাস, গ্রাম-চেউটিয়াকে হাতেনাতে গ্রেফতার করেন। এসময় অন্যান্য আসামীরা পুলিশকে লক্ষ্য করে ০২ টি হাতবোমার বিষ্ফোরণ করে ঘটনা স্থান থেকে পালিয়ে যায়। আশাশুনি থানা সূত্রে জানাগেছে আসামীরা বিএনপি, জামায়াত-শিবির এর উগ্রপন্থী নেতাকর্মী ছিলেন। আসামীদের বিরুদ্ধে আশাশুনি থানার নাশকতা মামলা নং-১২(০৯)১৮ রুজু করা হয়েছে। এছাড়া একই দিন বিকাল  ৬ ঘটিকার দিকে এসআই মোঃ মনজুরুল হাসান, এএসআই মাহাবুব হাসান ফোর্স এর সহায়তায় ২০ (বিশ) পিচ ইয়াবা সহ বুধহাটা এলাকাকার মাদক সম্রাট মোঃ সালাউদ্দিন সরদার (৩০), পিতা-মোঃ আবুল হোসেন সরদার, গ্রাম-বুধহাটাকে নিজ বাড়ীর পিছন থেকে হাতেনাতে গ্রেফতার করেন।আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে আশাশুনি থানার মামলা নং-১১(০৯)১৮ রুজু করা হয়েছে। পৃথক অভযানে এএসআই মোঃ কবির হোসেন সঙ্গীয় ফোর্স জিআর-২৫১/১০(আশাঃ) (ওয়ারেন্ট) এর আসামী মোঃ আছাদুল ইসলাম, পিতা-মৃত আঃ রহমান সানাকে গ্রেফতার করেন। এসআই মোঃ হাসানুজ্জামান, এসআই নয়ন কুমার চৌধুরী  সঙ্গীয় ফোর্সের অভিযানে আশাশুনি থানার নাশকতা মামলা নং-১৬(০৮)১৮ এর আসামী আলমগীর হোসেন পিন্টু (৫২), পিতা-মৃত আঃ খালেক সরদারকে রাত ১২টার দিকে তার নিজ বাড়ী হইতে গ্রেফতার করেন।  রবিবার পূর্বাহ্নে সকল আসামীকে চালান মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।