বিনোদন

টিভি স্টেশনে কুকুর দেখে ক্ষুব্ধ স্বাগতা!

By daily satkhira

December 12, 2016

বিনেদন ডেস্ক: জনপ্রিয় মডেল ও অভিনেত্রী জিনাত সানু স্বাগতা একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের ওপর ভীষণ চটেছেন। আজ রোববার দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভ ভিডিওতে ওই কর্তৃপক্ষদের প্রতি ক্ষোভ প্রকাশ করেন তিনি। ফেসবুকে বন্ধুদের উদ্দেশে স্বাগতা বলেন, ‘আমি একটা চ্যানেলে গিয়েছি। চ্যানেলের গেটের সামনে চারটা কুকুক বাঁধা ছিল। কী অদ্ভূত? শিল্পের প্রথম শব্দ হলো নন্দনতত্ত্ব। সেই নান্দিকতার মধ্যে চারটা কুকুর কি বাঁধা থাকতে পারে? তাহলে কি আপনি সেখানে যাবেন শিল্পচর্চা করতে?’ স্বাগতা জানান, ‘আপনাকে সেই কুকুর আদর করতে আসবে না, কামড়াতে আসবে। সবাই কুকুর পালুক কিন্তু সেটা কি গায়ের ওপর এসে পড়বে? রেড বেল্টে বাঁধা কুকুর ওদের সবাইকে স্বাগত জানায় আর আমাদের ভয় দেখিয়ে চ্যানেলে ঢোকায়।’ফেসবুক লাইভ ভিডিও প্রচার প্রসঙ্গেও স্বাগতা শুরুতে সোজাসাপ্টা বলেন, ‘সবাই খুব ফূর্তিতে, খুশিতে লাইভ থাকে। আজকে আমি অনেক দুঃখে লাইভ। প্লিজ আমার বন্ধুরা আমার সাথে আসেন। আমি আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করতে চাই। দিজ ইজ আরজেন্ট। রিয়েলি আরজেন্ট।’স্বাগতা আরো বলেন, ‘আমাদের দেশে রাস্তা থেকে ধরে নিয়ে এসে কিংবা ইউটিউবে নিজেরা বুস্ট করে যাঁরা হিট হয়েছে তাঁদের দিয়ে অভিনয় করানো হয়। দর্শক কি বোকা? মানুষের মাথায় কি বুদ্ধি নাই? টাকা পয়সা দিয়ে সময় নষ্ট করে আজাইরা জিনিস দেখবে? ’‘যাঁরা বাংলায় ঠিকমতো কথা বলতে পারেন না তাঁরা নাকি এখন অ্যাক্টর। এখন গান ও অভিনয়ের ট্রেনিং নাই। ফিল্মের যুগ তো আরো খারাপ। বিদেশ থেকে চার লাখ ৮০ হাজার টাকা দিয়ে সিরিয়াল আনা হবে আর আমাদের একটা টেলিফিল্ম বানানোর জন্য ৮০ হাজার টাকা দেওয়া হয়।’ কীভাবে ভালো কিছু নির্মাণ করা সম্ভব?’ প্রশ্ন তোলেন স্বাগতা। একটি নির্দিষ্ট চ্যানেলের প্রতি ক্ষোভ প্রকাশ করার কারণে তাঁকে নিষিদ্ধ করা হতে পারে আশংকা করে স্বাগতা বলেন, ‘এরপর থেকে কেউ আমাকে নাটকে নিবে না,গান গাইতেও কোনো চ্যানেল ডাকবে না। কারণ আমি চিৎকার করছি। আমাকে একটু পরে খুনও করতে পারে। মরে গেলে সবাই দায়ী। ’স্বাগতা আরো বলেন, ‘জন্মের পর থেকে শুনছি বাংলাদেশ উন্নয়নশীল দেশ। উন্নত দেশ কি হতে পারল? এ রকম দুর্নীতি হলে কীভাবে উন্নতি হবে? আমাদের জেনারেশনে ডিভোর্সের সংখ্যা বেড়েই চলেছে। আমাদের সংস্কৃতি হারিয়ে যাচ্ছে।’