আন্তর্জাতিক

দক্ষিণ সুদানে বিমান বিধ্বস্ত, নিহত ১৯

By daily satkhira

September 10, 2018

বিদেশের খবর: দক্ষিণ সুদানে যাত্রীবাহী ছোট একটি বিমান নদীতে বিধ্বস্ত হয়ে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। রবিবার রাজধানী জুবা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পশ্চিমাঞ্চলীয় শহর জিরল যাওয়ার পথে স্থানীয় একটি নদীতে বিমানটি বিধ্বস্ত হয়। দেশটির তথ্যমন্ত্রী তাবান আবেল টেলিফোনে জানিয়েছেন, বিমানটি বিধ্বস্ত হয়ে ১৯ জন নিহত হয়েছেন এবং আরও তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বিমানটিতে ২২ জন যাত্রী ছিলেন; এরমধ্যে দু’জন এখনো নিখোঁজ রয়েছে। নিহতদের মধ্যে তিনজন শিশু রয়েছে। মন্ত্রী বলেন, জীবিত বেসরকারি সংস্থায় কর্মরত এক ইতালীয় চিকিৎসকের অবস্থা আশঙ্কাজনক। জিরলের একটি হাসপাতালে তার অস্ত্রোপচার চলছে। একজন প্রত্যক্ষদর্শী বলেন, বিমানটি একটি নদীতে বিধ্বস্ত হয় এবং পানি থেকে লাশগুলো উদ্ধার করা হয়। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভিড সুবেক বিমান বিধ্বস্তের ঘটনা নিশ্চিত করেছেন। তবে বিমান বিধ্বস্তের এ ঘটনায় কতজনের প্রাণহানী ঘটেছে তা নিশ্চিত করতে পারেননি তিনি।