বিদেরে খবর: ২০১১ সালে পশ্চিমবঙ্গে একটানা ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটিয়েছিলেন বিরোধী তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাম দুর্গের পতনের পর তৃণমূলের নেতা-নেত্রী থেকে শুরু করে বিধায়ক-মন্ত্রীরা ঘোষণা দেন, ৫-১০ বছর নয়, ৫০ বছর ক্ষমতায় থাকবে তৃণমূল। এবার মমতার পথ ধরেছে ভারতের কেন্দ্রের শাসনক্ষমতায় থাকা বিজেপি। গতকাল রোববার দলটি ঘোষণা দিয়েছে, তারাও ৫০ বছর ক্ষমতায় থাকবে। ভারতে এমন কোনো দল নেই, যারা বিজেপিকে ফেলে দিয়ে ক্ষমতায় আসতে পারে। আগামী বছর ভারতের পরবর্তী লোকসভা নির্বাচন হবে। এপ্রিল-মে মাসে এই নির্বাচন হওয়ার কথা। বর্তমান বিজেপি সরকার ক্ষমতার চার বছর পূর্ণ করেছে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তারাই যে ক্ষমতায় যাবে, তা জোরগলায় ঘোষণা করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। তিনি বলেন, ‘২০১৯-ই নয়, বিজেপি ক্ষমতায় থাকবে আরও ৫০ বছর।’ গত শনি ও রোববার দিল্লিতে বসেছিল বিজেপির জাতীয় নির্বাহী কমিটির বৈঠক। বৈঠকে অমিত শাহ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপির প্রবীণ নেতা লালকৃষ্ণ আদভানি উপস্থিত ছিলেন। বৈঠক শেষে গতকাল এক সংবাদ সম্মেলনে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বলেন, ২০১৯ সালে ফের ক্ষমতায় আসবে বিজেপি। শুধু তা-ই নয়, আগামী ৫০ বছর তারা দেশ শাসন করবে। বিজেপির বিকল্প কেউ নেই। আগামী ৫০ বছর দেশ শাসনের লক্ষ্য নিয়ে এবার এগোবে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী বছরের লোকসভা নির্বাচনে বিজেপির স্লোগান ঠিক করেছেন। তিনি বলেন, বিজেপি আগামী লোকসভা নির্বাচনে লড়বে ‘অজেয় ভারত, অটল বিজেপি’ স্লোগান নিয়ে। যদিও জাতীয় নির্বাহী কমিটির বৈঠকের পর বিজেপি প্রথমে ঠিক করেছিল, আগামী লোকসভা নির্বাচনে দলের স্লোগান হবে ‘অজেয় বিজেপি’। কিন্তু এই স্লোগানে ঔদ্ধত্যের গন্ধ আছে—এমনটা বিবেচনায় প্রধানমন্ত্রী মোদি স্লোগান পরিবর্তন করেন। ‘অজেয় ভারত, অটল বিজেপি’—এই স্লোগান দিয়ে অটল বিহারি বাজপেয়িকে সামনে এনে উচ্চবর্ণের ক্ষোভে জল ঢালতে উদ্যোগী হয়েছেন মোদি। বিজেপি এদিন তাদের ২৩ দফা কর্মসূচিও ঘোষণা করে। মোদি বলেন, তাঁর সামনে কোনো চ্যালেঞ্জ নেই। এ সময় প্রধানমন্ত্রী মোদি কংগ্রেস ও দলটির নেতা রাহুল গান্ধীকে খোঁচা মেরেছেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর উদ্দেশে মোদি বলেন, ‘অনেক দল তো তাঁকে (রাহুল) বোঝা মনে করে। কংগ্রেস হোক বা তথাকথিত বিরোধী জোট হোক, তাদের (কংগ্রেস) তো নেতৃত্বের ঠিকানা নেই। নীতিও অস্পষ্ট।’ এদিন অবশ্য রাফাল-পেট্রপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে একটি কথাও খরচ করেননি মোদি-অমিত শাহ জুটি। তবে মোদি কথা বলেছেন, ‘ওরা (বিরোধীরা) রোজ মিথ্যে কথা বলছে। আর সেটা বারবার বলছে। এর জবাব দিতে হবে। মিথ্যা ঘোচাতে এনডিএর ৪৮ মাসের কাজ আর এক পরিবারের (কংগ্রেস) ৪৮ বছরের কাজের খতিয়ান তুলে ধরতে হবে।’ অমিত শাহ বলেন, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি জিতলে আগামী ৫০ বছরেও এই দলকে হারানোর কেউ নেই। মোদি আর অমিত শাহর এসব মন্তব্যের পরিপ্রেক্ষিতে কংগ্রেস নেতা মণীশ তেওয়ারি বলেছেন, প্রধানমন্ত্রী মোদি ‘রাহুল-আতঙ্কে’ ভুগতে শুরু করেছেন। আরেক কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালা বলেন, ‘এটাই মোদি-অমিত শাহর শাহি ঔদ্ধত্য।’