বিদেশের খবর: উত্তপ্ত হয়ে উঠছে রাশিয়া। রবিবার চাকরিজীবীদের পেনশন ব্যবস্থা সংস্কার বিলের প্রতিবাদে দেশটির বিরোধী দলীয় নেতা আলেক্সি নাভলনির কয়েক হাজার সমর্থক বিক্ষোভ করেছে। এ পর্যন্ত অত্যন্ত ৮০০ জনকে আটক করা হয়েছে বলে জানা গেছে। এ ব্যাপারে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, রবিবার মস্কোতে পেনসন সংস্কারের প্রতিবাদে কমপক্ষে দুই হাজার লোক বিক্ষোভ করেছে। এছাড়া সেন্টা পিটার্সবার্গে বিক্ষোভ করেছে আরও এক হাজার লোক। এদের অধিকাংশই তরুণ ও মধ্যবয়সী। প্রসঙ্গত, প্রস্তাবিত বিলে নারীদের জন্য অবসরের বয়স ৬০ এবং পুরুষদের জন্য ৬৫ রাখা হয়েছে। বিরোধীদের দাবি, মানুষের গড় আয়ু কম। অবসরের বয়স বাড়ানো হলে অনেকেই অবসর নেওয়ার আগেই হয়তো মারা যাবে এবং তারা অবসার ভাতার কোনো সুযোগ-সুবিধা পাবে না।