খেলা

বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ধুলিহর জয়ী

By daily satkhira

September 10, 2018

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-১৮ (অনু:১৭) এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে সাতক্ষীরা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের আয়োজনে ও সদর উপজেলা প্রশাসনের পরিচালনা ও ব্যবস্থাপনায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তহমিনা খাতুন। খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান বাবু, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মেরিনা আক্তার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক একেএম আনিছুর রহমান, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ইঞ্জি: সিরাজুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান, সদর সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আজাহার আলী, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাশ, ধুলিহর ইউনিয়ন আ’লীগের সভাপতি বোরহান উদ্দীন, লন্ডন প্রবাসী আজিজার রহমান, শেখ মাসুদ আলী, আনোয়ার হোসেন আনু, কিরন্ময় সরকার। উপজেলা ১৪টি ইউনিয়নের মধ্যে পর্যায়ক্রমে খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় অংশ গ্রহন করে আলিপুর ইউনিয়ন ও ধুলিহর ইউনিয়ন। খেলার ২ মিনিটে মাথায় ধুলিহর ইউনিয়নের মোমিনুল ইসলাম প্রথম গোল ও ৩০ মিনিটের মাথায় হাসানুল ইসলাম ২য় গোল করে দলকে এগিয়ে নেন। খেলার দ্বিতীয়ার্ধে ৭৮ মিনিটে মোমিনুল ইসলাম আরো একটি গোল করেন। খেলায় আলিপুর ইউনিয়ন কোনো গোল করতে সক্ষম হয়নি। ফলে ধুলিহর ইউনিয়ন ৩-০ গোলে আলিপুর ইউনিয়ন কে পরাজীত করে। মোট ৬টি গোল করে টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা হিসাবে নিযুক্ত হন ধুলিহর ইউনিয়নের মোমিনুল ইসলাম। সেরা খেলায় নির্বাচিত হন ধুরিহরের মাসুম বিল্লাহ সুজন। খেলায় রিফারি ছিলেন একে আজাদ কাকন, ওয়াসি উদ্দীন খান পিপুল, আসাদুর রহমান, ফকরুল খান চৌধুরী। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ফুটবল রিফারিজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক তৈয়ব হাসান বাবু।